আবার আসুক বায়ান্ন লিরিক্স - Abar Asuk Bayanno Lyrics
কথা ও সুরঃ এস বি হাবিব
আবার আসুক বায়ান্ন
আসুক আবার একুশের বান -।।
ডালে কৃষ্ণচূড়া ফুটুক আগের মতই -।।
হোক নতুন (করে) প্রভাতফেরির গান....
আ আ আ আ আ............
রফিক শফিক আসুক ফিরে
বরকত সালাম জাব্বারও -।।
হাতে হাত...., কাঁধে কাঁধ...।।
রেখে তুলবো শ্লোগান
দাবী আদায়ে আবারও....
বাঁধা মাড়িয়ে, সীমা ছাড়িয়ে -।।
জেগে উঠুক শত কোটি প্রাণ........
আ আ আ আ আ.......
মায়ের ভাষায় সহজ সুরে
ঘুম পাড়ানির গান
গাইতে আকুল হৃদয় আমার
করেরে আনচান...
ঘুম পাড়ানির গান-।।।।
কৃষক শ্রমিক মুটে মাঝি
রাজপথে নামুক আবারও
মুখে মুখ..... চোখে চোখ -।।
রেখে বলবো চাপা ব্যথা
বাঁধা আসে যদি হাজারও
রুখে দাঁড়িয়ে, হাত বাড়িয়ে-।।
তুলবো বিজয়ের নব নব তান.......