ফুলের মতো গড়বো জীবন করবো ভালো কাজ-Fuler moto gorbo Jiban Lyrics
কথা: ড. মাহফুজুর রহমান আখন্দ
সুর: গোলাম মওলা
কণ্ঠ: সাবা, ইমন, তাহিয়া, স্বাধীন, রুবাইয়াত, জান্নাত
ফুলের মতো গড়বো জীবন করবো ভালো কাজ
আকাশ সমান উদার করে
লাল সবুজে হৃদয় গড়ে
সত্যিকারের মানুষ হবো শপথ নিলাম আজ
লেখাপড়ায় মন বসাবো সত্য পথের খোঁজে
কোরান থেকে হাদিস থেকে পড়বো বুঝে বুঝে
আলোর পথের যাত্রী যারা
যেমনভাবে চলতো তারা
তাদের পথেই আঁকবো সবাই জীবন কারূকাজ
সুব্হি সাদিক ভোরের আলো আমার জাগার সাথী
সারাটা দিন ভালোর সাথে ভালোর সাথেই রাতি
সত্য পথের দিশা জেনে
গুরুজনের কথা মেনে