একজন মুজাহিদ কখনো বসে থাকেনা-Ekjon Mujahid Kokhono lyrics

কথা ও সুর: মতিউর রহমান মল্লিক

একজন মুজাহিদ কখনো বসে থাকে না

          বসে থাকে না

যতই আসুক বাধা

যতই আসুক বিপদ

ভেঙে পড়ে না॥

অর্থ-বিত্ত নাইবা থাকলো তার

নাইবা থাকলো সাজানো সম্ভার

তবুও সে হয় না হতাশ

মুষড়ে পড়ে না॥

একজন মুজাহিদ জীবনের ধ্রুব সত্য জানে

তাই অবিরাম ছুটে চলে সঠিক লক্ষ্য পানে

সামনে থাকলো হাজার পাহাড় তার

দুশমন হলো না হয় বেশুমার

তবুও সে চলতে থাকে

থমকে দাঁড়ায় না॥

দৃষ্টি তোমার খুলে রাখো দীপ্র সৃষ্টির জন্য লিরিক্স-Drishti Tomar Khule Rakho lyrics
তেমন মানুষ মিলবে না আর | Temon Manush | তেমন মানুষ মিলবে না আর | Rafa | Nate Rasul | সাইমুম
এ প্রথম ইসলামী গজলে অভিনয় করলেন মিশা সওদাগর | মইরা গেলে ফিইরা আসেনা
মন মজাইয়া রে দিল মজাইয়া, মুর্শিদ লিরিক্স-Amar Mon Mojaiya Re Lyrics
আমি তোমার মতন আপন করে - জাইমা নূর
আমার নবীকে যে ভালোবাসে -Amar Nabi K J Valobase
কেউ কাঁদে, কেউ হাসে লিরিক্স- Keu Kade Keu Hashe
মসজিদেরই পাশে আমার | Masjideri Pashe Amar | Jaima Noor
মেরে আকা মুঝে, ফির মদিনে বুলালো নাত-Mere Aqa Mujhe, Phir Madinay Bulalo Naa
যার শুন্যতা এনে দেয় বিষন্নতা লিরিক্স-Mayer Sunnota Lyrics