নবীর উম্মত দাবী করো কি করে তুমি-Ummot Dabi Koro Ki Kore Tumi lyrics

গায়ক: মুহাম্মদ বদরুজ্জামান, আবু রায়হান, মাহফুজুল আলম, তাওহিদ জামিল, আবির হাসান ও ইমরানুল ফারহান

গীতিকারঃ হোসেন নূর

সুরঃ আহমেদ আবদুল্লাহ

নবীর উম্মত দাবী করো কি করে তুমি ?

বল উম্মত দাবী করো কি করে তুমি ? (২)

রাসূলের অপমানে কটূক্তি দেখেশুনে (২)

কেদে না উঠে যদি হৃদয় ভূমি

নবীর উম্মত দাবী করো কি করে তুমি ? 

বল উম্মত দাবী করো কি করে তুমি ?

যে মায়ার নবী দিত দ্বীনের দাওয়াত

মুখ বুজে সয়ে যেত পাথরের আঘাত (২)

নিষ্পাপ সে নামে গালি দেয় ওরা

চুপ হয়ে থাকো তুমি কপালপোড়া। 

মুসলিম বেশ ধরে অচেতন হৃদ ঘরে

রাসূলের প্রেম যদি না থাকে শুনি,

নবীর উম্মত দাবী করো কি করে তুমি ? 

বল উম্মত দাবী করো কি করে তুমি ?

রাসূলের সম্মানে জাগো হে মুমিন, 

প্র‍য়োজনে দাও সপে হৃদয়ও জমিন। (২)

সত্যের পথে যদি প্রাণ দিতে হয়,

বুঝে নিও এ তোমার ঈমানের জয়।

বাতিল নির্মূলে, গর্জে তোমার গলে

গেয়ে না উঠো যদি জাগরণী,

নবীর উম্মত দাবী করো কি করে তুমি ? 

বল উম্মত দাবী করো কি করে তুমি ?

রাসূলের অপমানে কটূক্তি দেখেশুনে (২)

কেদে না উঠে যদি হৃদয় ভূমি

নবীর উম্মত দাবী করো কি করে তুমি ? 

বল উম্মত দাবী করো কি করে তুমি ?


তোমার নামে মধুর গানে লিরিক্স -Tomar Name Modhur Gane -নওশাদ মাহফুজ
এখন আর কেউ বলেনা | Adorini Ma lyrics | সাইমুম
এলো শবেবরাত -Shabe-E-Barat
আয়েশা আব্দুল বাসিত এর জীবনী-Biography of Ayesha Abdul Basit
এসো সেহরি খেয়ে যাই- Eso Sehri Kheye Jai
ইসলামি সংগীতের জনপ্রিয় শিল্পী আব্দুল্লাহ আল-মুয়াজ রিফাত - Abdullah Al-Muaz Rifat is a popular artist of Islamic music
হাজার দেশের এই পৃথিবী হাজার নদী গ্রাম | Hazar Desher Ei Prithibi lyrics
ফুলের মত সুরভিত করে দিও আমার জীবন লিরিক্স
O Muslim | মুসলিম ঐক্যের সংগীত | Studio Video by Kalarab
মোবারক ঈদ মোবারক-Mubarak Eid Mubarak