Lyrics & Tune: হুমায়ুন কবির শাবিব (স্বপ্নসিঁড়ি)
হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে,(৩)
কোন সময় আমি যেন.. (৩) ভুলিনা তোমারে। (ঐ)
প্রেম আর ভালোবাসা শুধু তোমার সাথেই হয়,
তুমি ছাড়া অন্য কেহ অতো আপন নয়। (৩)
তাইতো সবার আগে.. খুঁজেছি তোমারে। (ঐ)
যখন আমার কেউ ছিলো না,তখন ছিলে তুমি,
যখন আমার কেউ রবে না, তখনও রবে তুমি।(৩)
চাই প্রভু আমি... হারাতে তোমারে....। (ঐ)
আমার হৃদয় দাও ভরিয়ে, তোমার আলো দিয়ে।
দুঃখ যত দাও ঘুচিয়ে, তোমার রহম দিয়ে। (৩)
আপন করে নাও.. প্রভুগো আমারে....। (ঐ)