Holy Tune presents Islamic Song : Abar Jege Utho । Habibur Rahman Misbah, Sayed Ahmad, Mahfuzur Rahman Jaber, Muhammad Badruzzaman, Abu Rayhan & Abu Ubayda
Song : Abar Jege Utho
Singer : Habibur Rahman Misbah, Sayed Ahmad, Mahfuzur Rahman Jaber, Muhammad Badruzzaman, Abu Rayhan & Abu Ubayda
Lyric : Habibur Rahman Misbah
Tune : Muhammad Badruzzaman
Sound Design : Mahfuzul Alam
Record Label : Holy Tune Studio
Video Edit & Colour : Tawhid Jamil
Lyric
তোলো তকবীর, বলো আল্লাহু আকবার
ছাড়ো হুঙ্কার, ধরো নাঙ্গা তলোয়ার ২
আবার জেগে উঠো,শক্ত করো মুঠো ২
মুক্তিযুদ্ধের ঐ প্রেরণায় রণাঙ্গনে ছুটো
আওয়াজ তুলো মহাসমাবেশে স্বাধীন দেশে নবাব বেশে
ঠাই নাই ঠাই নাই যারা ভিনদেশী তাবেদার
আল্লাহু আকবার,আল্লাহু আকবার বলো
আল্লাহু আকবার,আল্লাহু আকবার বলো ২
জেনা-ব্যভিচার, ধর্ষণ আর হত্যা চারিদিকে
তিরিশ লাখের রক্ত সাগর পুরোটাই যেন ফিকে
দশ হাজারের জন্য যুবক যেই দেশে হয় খুন
প্রতিবাদী তুমি তোমারও হবে বিচার জেল জুলুম
বীর শহীদ না চেয়ে ছিলো কি এমন স্বাধীনতা
মহাসমারোহে চলছে দেশে দানবীয় সভ্যতা
চুপটি ধরে থেকো না বসে কোন কারণে কোন বা দোষে
নিরীহ জাতি মরবে দুঃখে, আর দেবো না ছাড়
আল্লাহু আকবার,আল্লাহু আকবার বলো
আল্লাহু আকবার,আল্লাহু আকবার বলো ২
বাজার মাজার ধর্মশালায় চলছে স্বৈরতন্ত্র
আলেম জালেম সবাই যেন জপে ক্ষমতার মন্ত্র
আম জনতা ভয় পেয়ো না, আল্লাহ সাথে আছে
ধর্ম বেচা শয়তানগুলো অতিবাড় বেড়েছে
ধর্মীয় বিদ্বেষ ছড়াচ্ছে টিভি সেটে বসে
নাস্তিক তোর মা বাবা কই, কী চাস এই দেশে
এ দেশের মাটি, এ দেশের ঘাটি
দ্বীন ধর্মে হয়ে আছে খাঁটি
আল্লাহু আকবার,আল্লাহু আকবার বলো
আল্লাহু আকবার,আল্লাহু আকবার বলো