যদি লিখতে শুরু করি....
- আবু রায়হান
------------------------
যদি লিখতে শুরু করি কলম-কালি হবে শেষ
যদি গাইতে শুরু করি হৃদয়ের সুর হবে শেষ, (২)
(তবু) ফুরাবে না তোমার প্রশংসার রেশ >২ ঐ
কতো মহান তুমি কতো মহিয়ান
তুলনা তোমার হয় না
ভুবনজুড়ে শুধু দেখি আমি
দেখি তোমার করুনা। (২)
আকাশে বাতাসে সাগরে নদীতে
তোমার রহম ঝরে অবিরল। ঐ
জল-স্থলে যতো সৃষ্টি তোমার
রাখো সদা সবার খবর
দিয়েছো বিছায়ে সবার তরে
তোমার স্নেহের চাদর। (২)
তোমাকে ডাকি আর নাহি ডাকি (তবু)
দয়া সদা থাকে অবিচল। ঐ