শিল্পীঃ ইকবাল এইচজে

গীতিকারঃ রকিবুল আহসান মিনার

সুর: ইকবাল এইচজে

দুনিয়ার আগুনে হাত রেখে দেখো

পূনরায় পাপ তুমি করার আগে

অনুভব করে দেখো আগুনের তাপ

ঝলসানো যন্ত্রনা কেমন লাগে।


কি করে ভাবছো তুমি জাহান্নামে

কিছুদিন পুড়ে ঠিক পাবে জান্নাত

একটুও সইতে কি পারবে তুমি

দুনিয়ার আগুনে রেখে দেখো হাত।


যে আগুন ভয়াবহ সত্তর গুণ

যে আগুনে পুড়ে কেউ হবেনা তো খুন

মৃত্যুও মরে যাবে শুধু চিৎকার

কষ্টে নিজেকে শুধু দিবে ধিক্কার

লেলিহান সে আগুনে জ্বলবে শুধু

আল্লাহ’র দয়া ছাড়া পাবেনা নাযাত।।


পাপ করে নেই আজও অনুশোচনা

পাপ করা গুণাহ যে তা হয়না মনে

ইবাদাতে নেই কোন খেয়াল তোমার

স্বাভাবিক দিন যায় বেখেয়ালি ক্ষণে।


হায়াতের আয়ু তব কমে যায় রোজ

আঁধার কবরে কেউ নিবেনা তো খোঁজ

দুনিয়ার মিছে মায়া চোখে তোমার

মালিকের দয়া তুমি চাওনি ক্ষমার

ঈমানের সাথে যদি মৃত্যু না হয়

পাবেনা রাসূলের কভু শাফায়াত।

এ জীবনে নবী ছাড়া আমি কিছু বুঝিনা- A Jibone Nabi Chara ami kishu bujina
হৃদয় ছুঁয়ে যাওয়া নতুন গজল। Dile Jar Premer Abad। দিলে যার প্রেমের আবাদ। Sayed Ahmad Kalarab।Gojol
শীতল আগুন লিরিক্স-Shitol Agun আবু উবায়দা
আগুন লেগেছে মনে লেগেছে জীবনে - আবু উবায়দা
ছোটদের মোনাজাত - জাইমা নূর
ভালোবাসো দেশকে ভালোবাসো ফুল লিরিক্স-Valobasho deshke Valobasho full Lyrics
বড় হয়ে আব্বু আমি চাইনা হতে ধনী লিরিক্স-Chaina Hote Dhoni Gojol Shabab Bin Anas
রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া । নুসাইবা জাহান নিসার গান। Nusaiba Jahan Nisa
আমলে হও রাজা-Amole Hou Raza Gojo Humayra Afrin Era
প্রতিদিন কেটে যায় মাগো তুমি বীনে লিরিক্স-protidin kete jay mago tumi bine lyrics.