মা আমাকে ডেকে দিয়ো মা আমাকে ডেকে দিয়ো-Ma Amake Deke Dio
গায়কঃ আহনাফ খালিদ
গীতিকারঃ সাইফ সিরাজ
সুরঃ মুহাম্মদ বদরুজ্জামান
সাউন্ড ডিজাইনঃ জয়নাল আবেদিন
মা আমাকে ডেকে দিয়ো মা আমাকে ডেকে দিয়ো (২)
সকাল হলে সবার আগে (২) মুয়াজ্জিনের কন্ঠ যখন, আল্লাহ মহান বলে জাগে
মা আমাকে ডেকে দিয়ো, মা আমাকে ডেকে দিয়ো
নামাজ পড়ে, সবার সাথে, কায়দা রেহাল নিয়ে হাতে (২)
যেতে হবে মক্তবে মা, পেতে হলে জ্ঞান গরিমা (২)
ফজর কাজা হয়ে গেলে (২) সারাটা দিন কস্ট লাগে
মা আমাকে ডেকে দিয়ো, মা আমাকে ডেকে দিয়ো
আল কোরানের, সুরে আমি, জগত জুড়ে হইযে দামী (২)
সেই কোরানের তিলাওয়াতে, আকুল হতে মন প্রভাতে (২)
আযান হলে ডেকে দিয়ো (২) শয়তানেরা যখন ভাগে
মা আমাকে ডেকে দিয়ো, মা আমাকে ডেকে দিয়ো
সকাল হলে সবার আগে (২) মুয়াজ্জিনের কন্ঠ যখন, আল্লাহ মহান বলে জাগে
মা আমাকে ডেকে দিয়ো, মা আমাকে ডেকে দিয়ো (২)