আল্লাহ তুমি মহান, তুমি মেহেরবান-Allah Tumi Mohan
গায়কঃ সাঈদ আহমেদ
কথা ও সুরঃ সাঈদ আহমেদ
আল্লাহ তুমি মহান, তুমি মেহেরবান (৩)
তোমার ইশারায় হিমেল হাওয়া মন ছুয়ে যায়
আকাশ পানে পাখি উড়ে যায় সুদুর অজানায় (২)
তোমার গুণের মোহনায়, মন বিলীন হয়ে যায় (২)
আল্লাহ তুমি মহান, তুমি মেহেরবান (২)
তোমার দয়ায় জান্নাতেরই পথ খুলে যায়
আরশেরই ছায়াতলে মুক্তি যে পায় (২)
তোমার করুনা ছাড়া উপায় আর কিছু নাই (২)
আল্লাহ তুমি মহান, তুমি মেহেরবান (২)
সবকিছুরই ভরসা তুমি তুমি রহমান..
মানুষেরই রিজিক দানে তুমি মহিয়ান (২)
পুন্য পথে চালাও ওগো অসীম দয়াবান (২)
আল্লাহ তুমি মহান, তুমি মেহেরবান (৩)
সাম্প্রতিক মন্তব্য
#রুহুল আমিন
আমি খুশি