আল্লাহ আল্লাহ গজল-Allah Allah Gojol Abu Rayhan Kalarab

গায়কঃ আবু রায়হান ও কলরব

কথা ও সুরঃ সাঈদ আহমদ

সঙ্গীত পরিচালনাঃ মুহাম্মদ বদরুজ্জামান

আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ

আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ(২)

শুকনো এ মরুভুমিতে দাও তোমার প্রেমের জল,

উভয় জাহানে চায় যে শুধু সেই প্রেমের ফসল (২)

হৃদয়কে উজালা করে দাউ দূর করে জ্বালা,

এ মন যেনো তোমার প্রেমে থাকে যে উতলা

আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ

আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ(২)


প্রতিটি হৃদয়ে বাজে একটি নামের সুর,

সেই সুরেরই তরঙ্গে মন যায় ছুটে বহুদুর (২)

ঘুমন্ত হৃদয়ে, মোবারক স্রোত যায় বয়ে,

ভালোবাসার পরম সুখে মুখে ওঠে আল্লাহ

আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ

আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ(২)

আল্লাহ--------


যেই দিলে আছে প্রেম, সেই দিল শুধু তোমার,

তোমার প্রেমের শুধা পেতে থাকে যে বেকারার (২)

তুমি ছাড়া মুমিন, হৃদয় শুধু মরু ধু ধু,

এই গলে তে দাও পরিয়ে তোমার প্রেমের মালা

আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ

আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ(২)

শুকনো এ মরুভুমিতে দাও প্রেমের জল,

উভয় জাহানে চায় যে শুধু সেই প্রেমের ফসল (২)

হৃদয়কে উজালা করে দাউ দূর করে জ্বালা,

এ মন যেনো তোমার প্রেমে থাকে যে উতলা

আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ(২)


রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয় লিরিক্স- Roja tar kemon hole Allah khusi hoy lyrics
Koro Rin Porishodh । করো ঋণ পরিশোধ
মনটা যদি হইতো পূবাল হাওয়া লিরিক্স-Monta Jodi Hoito Pubal Hawa
বই পড় ভাই বই পড় লিরিক্স Boi Poro Vai Boi Poro
তোমার দয়া আছে খোদা - Jaima Noor
অশ্লীলতা দূর করে দাও | Siamer Dak lyrics | সাইমুম শিল্পী গোষ্ঠী
গ্রীষ্ম বর্ষা শরত্ হেমন্ত শীত বসন্ত | Shoro Ritur Desh | মাহজুবা
আপন কেউ তো নয়- Apon Keu To Noi
সংগঠনকে ভালোবাসি আমি লিরিক্স-Sangathanke Valobashi Ami lyrics
আমার জীবনের তামান্না-Amar Jiboner Tamanna