Holy Tune presents Islamic Song : হৃদয় স্পর্শ করার মত গজল । Ei Jibone Kichui Chawar Neito Ar । এই জীবনে কিছুই চাওয়ার নেইতো আর
Song : Ei Jibone Kichui Chawar Neito Ar
Lyric & Tune : Aynuddin Al Azad RH.
Singer : Qari Abu Rayhan
Record Label : Holy Tune Studio
Sound Design : Mahfuzul Alam
Video Director : Tawhid Jamil
Amar Jibon Amar Moron Gojol Lyrics In Bengali
এই জীবনে কিছুই চাওয়ার নেইতো আর
আমার জীবন আমার মরন সবি তোমার।(২বার)
এই দুনিয়ায় আছি তোমার দয়াতে
তোমায় ছাড়া শান্তি পাইনা কিছুতে
তুমি ছাড়া নেই হৃদয়ে নেইতো কেউ আর
আমার জীবন আমার মরন সবি তোমার।
জিন্দেগীটা গড়তে চাই রঙে তোমার
ফিরাইয়ো না বলে আমি গুনাগার
সুরে সুরে সদা যে গান গাই তোমার
আমার জীবন আমার মরন সবি তোমার।
সত্য ন্যয়ের পথিক বানাও আমাকে
ভুলেই যেন যাইনা কবু তোমাকে
ঈমান সাথে মৃত্যু যেন হয় আমার
আমার জীবন আমার মরন সবি তোমার
এই জীবনে কিছুই চাওয়ার নেইতো আর
আমার জীবন আমার মরন সবি তোমার (২বার)