গীতিকারঃ ইমরোজ আহসান খান
সুরঃ এস এম মঈনুল ইসলাম
গায়িকা: হুমায়রা আফরিন ইরা
সহ-শিল্পীঃ নুসাইবা, হুজাইফা, রাইসা ও লুবাবা
তোমরা যখন ঘৃণা বিলাও
আমরা ছড়াই ফুলের ঘ্রাণ,
তোমরা যখন আঘাত করো
আমরা জাগাই সবুজ প্রাণ।
তোমরা হাজার দাও অপবাদ,
আমরা ফোটাই আলোর কুসুম।
তোমরা হৃদয় ভাঙতে এলে
আমরা পাড়াই স্নেহেরই ঘুম-
হাজার গালি দিলেও মোরা
ভালোবাসা দেই অফুরান।।
সাম্য-প্রীতির আদর মাখা সুরে,
অবিরত গান গেয়ে যাই
কাছে টানি আমরা কভু
ঠেলি নাতো দূরে।...
আমার প্রিয় রাসূল যখন
তায়েফ গেলেন দাওয়াত নিয়ে,
তায়েফ বাসী সবাই মিলে
করলো যখম পাথর দিয়ে।
দয়ার নাবী দোয়ায় দোয়ায়
সেদিন দিল তার প্রতিদান।।