শিল্পী- মুনাইম বিল্লাহ

কথা ও সুরঃ আতিকুল ইসলাম

সঙ্গীত পরিচালকঃ জয়নাল আবেদীন একাত্তো

Song Title - অ নু তা প || O N U T A P

Artist - Muneam Billah

Lyrics & Tune: Atikul Islam 

Music Director: joynal Abedin Ekatto 

GFX: Saad Al Amin 

Sound  Design : Nafis

Director - H Al Haadi



রাব্বিগফির ওয়ার হাম ওয়া আনতা খায়রুর রাহিমীন 

তুমি গুনার বোঝা টা'কে 

ভরে দাও নেকে।

যদি ডাকার মত কেউ 

তোমাকে ডাকে। 

তুমি ভ্রান্ত হৃদয়ে ফোটাও 

রহমের ফুল।

যদি প্রর্থনা হয়ে যায় কবুল-


আল্লাহুম্মাগফিরলী ওয়ার হামনী ইয়া আল্লাহ 


সেই আশাতে এই মন 

বেঁধে রাখি,

অনুতাপে ভেজাই 

আমার দু'টি আঁখি। 

ভুল গুলো ফুল করে, 

তোমার সুবাস দাও মেখে--


তুমি গুনার বোঝা টা'কে 

ভরে দাও নেকে।

যদি ডাকার মত কেউ 

তোমাকে ডাকে। 

তুমি ভ্রান্ত হৃদয়ে ফোটাও 

রহমের ফুল।

যদি প্রর্থনা হয়ে যায় কবুল


আল্লাহুম্মাগফিরলী ওয়ার হামনী ইয়া আল্লাহ 

 

সে ভঁয়েতে এই বুক 

উঠে কেঁপে।

কবরের মাটি যবে ধরবে 

আমায় চেপে।

অসহায় এ আমি 

নিদানে থেকো মোর পাশে ---

তুমি গুনার বোঝা টা'কে 

ভরে দাও নেকে।

যদি ডাকার মত কেউ 

তোমাকে ডাকে। 

তুমি ভ্রান্ত হৃদয়ে ফোটাও 

রহমের ফুল।

যদি প্রর্থনা হয়ে যায় কবুল

আল্লাহুম্মাগফিরলী ওয়ার হামনী ইয়া আল্লাহ 

ছয়টি ঋতুর খেলা লিরিক্স-Chhoyti ritur khela | Motiur Rahman Mollik Lyrics
ও মোর আম্মিজান - O Mor Ammijan
ভুলতে পারিনা বলতে পারিনা- Vulte Parina bolte parina
রহমের বৃষ্টিতে ভিজলো জমিন লিরিক্স-Rohomer Brishty Gojol Jaima Noor
ভালোবাসার ফুল লিরিক্স- হুমায়রা আফরিন ইরা
ভালো লাগার মতো একটি গজল - Baby Najnin - এক আকা জানি মোর সাল্লেআলা - Official Video
যখন আমি ছোট্ট ছিলাম লিরিক্স -Jokhon Ami Chotto Chilam Lyrics
Din Bodoler Din । দিন বদলের দিন । Abir Hasan । Kalarab । Holy Tune
আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি লিরিক্স-Amar Jibon Amar Moron lyrics
হঠাৎ করে জীবন দেওয়া লিরিক্স - Hotat Kore Jibon Deya Lyrics