শিল্পী- মুনাইম বিল্লাহ
কথা ও সুরঃ আতিকুল ইসলাম
সঙ্গীত পরিচালকঃ জয়নাল আবেদীন একাত্তো
Song Title - অ নু তা প || O N U T A P
Artist - Muneam Billah
Lyrics & Tune: Atikul Islam
Music Director: joynal Abedin Ekatto
GFX: Saad Al Amin
Sound Design : Nafis
Director - H Al Haadi
রাব্বিগফির ওয়ার হাম ওয়া আনতা খায়রুর রাহিমীন
তুমি গুনার বোঝা টা'কে
ভরে দাও নেকে।
যদি ডাকার মত কেউ
তোমাকে ডাকে।
তুমি ভ্রান্ত হৃদয়ে ফোটাও
রহমের ফুল।
যদি প্রর্থনা হয়ে যায় কবুল-
আল্লাহুম্মাগফিরলী ওয়ার হামনী ইয়া আল্লাহ
সেই আশাতে এই মন
বেঁধে রাখি,
অনুতাপে ভেজাই
আমার দু'টি আঁখি।
ভুল গুলো ফুল করে,
তোমার সুবাস দাও মেখে--
তুমি গুনার বোঝা টা'কে
ভরে দাও নেকে।
যদি ডাকার মত কেউ
তোমাকে ডাকে।
তুমি ভ্রান্ত হৃদয়ে ফোটাও
রহমের ফুল।
যদি প্রর্থনা হয়ে যায় কবুল
আল্লাহুম্মাগফিরলী ওয়ার হামনী ইয়া আল্লাহ
সে ভঁয়েতে এই বুক
উঠে কেঁপে।
কবরের মাটি যবে ধরবে
আমায় চেপে।
অসহায় এ আমি
নিদানে থেকো মোর পাশে ---
তুমি গুনার বোঝা টা'কে
ভরে দাও নেকে।
যদি ডাকার মত কেউ
তোমাকে ডাকে।
তুমি ভ্রান্ত হৃদয়ে ফোটাও
রহমের ফুল।
যদি প্রর্থনা হয়ে যায় কবুল
আল্লাহুম্মাগফিরলী ওয়ার হামনী ইয়া আল্লাহ