রহমতের মাস এলো-হুমায়রা আফরিন ইরা

কথা ও সুরঃ আব্দুল গাফফার

গায়িকা: হুমায়রা আফরিন ইরা

রহমতের মাস এলো

মাস এলো বরকতের

পাপ ছেড়ে দাও পূণ্যে মন

এই তো সুযোগ নাজাতের।


রাত্রি জেগে নামাজ পড়ো

দিনে রাখো রোজা

দান সদকা বেশি করে

কমাও পাপের বোঝা।

সত্যিকারের মুমিন হয়ে

পথ খুঁজে নাও জান্নাতের।।


মিথ্যা বলা গীবত করা

ছাড়তে হবে ভাই

হারাম খেয়ে রোজা রেখে

নাই কোনো লাভ নাই।


আল্লাহ ও তাঁর নবীর পথে 

চলতে হবে সোজা

সংযমী হও কথায় কাজে

ডাকছে তোমায় রোজা।

শুদ্ধ করে রাখলে রোজা

পথ পাবে মাগফেরাতের।

এলো কে কাবার ধারে লিরিক্স-Elo Ke Kabar Dhare Lyrics
হাজার গানের মাঝে | Hajar Ganer Majhe
চারপাশে আজ শুধু মেশকের ঘ্রাণ Meshker Ghran lyrics | সাইমুম শিল্পীগোষ্ঠী
আকাশ হতে চাঁদ নেমেছে । জাইমা নূর । Akash Hote Chad Nemeche। JaimaNoor
কদর রাতে দু’হাত তুলে Qodorer Rate । Jaima Noor
যদি লিখতে শুরু করি লিরিক্স-Jodi likhte shoro kori lyrics
দেশটা নয়তো কারো বাপের ভিটা লিরিক্স-Deshta noyto karo baper vita lyrics
মাটির দেহ মাটি হবে-Matir Deho Mati Hobe
তেমন মানুষ মিলবে না আর লিরিক্স -Temon Manush milbena ar Lyrics
একবার দেখ ভেবে তুই মন লিরিক্স-Ekber dekh vebe Lyrics