রহমতের মাস এলো-হুমায়রা আফরিন ইরা
কথা ও সুরঃ আব্দুল গাফফার
গায়িকা: হুমায়রা আফরিন ইরা
রহমতের মাস এলো
মাস এলো বরকতের
পাপ ছেড়ে দাও পূণ্যে মন
এই তো সুযোগ নাজাতের।
রাত্রি জেগে নামাজ পড়ো
দিনে রাখো রোজা
দান সদকা বেশি করে
কমাও পাপের বোঝা।
সত্যিকারের মুমিন হয়ে
পথ খুঁজে নাও জান্নাতের।।
মিথ্যা বলা গীবত করা
ছাড়তে হবে ভাই
হারাম খেয়ে রোজা রেখে
নাই কোনো লাভ নাই।
আল্লাহ ও তাঁর নবীর পথে
চলতে হবে সোজা
সংযমী হও কথায় কাজে
ডাকছে তোমায় রোজা।
শুদ্ধ করে রাখলে রোজা
পথ পাবে মাগফেরাতের।