গায়কঃ জাহিদুল্লাহ জামী

 কথা ও সুরঃ শহীদুল ইসলাম


নামাজকে বলো না কাজ আছে…

কাজকে বলো আমার নামাজ আছে

নামাজ বিহীন পরপারে

কি জবাব দিবে তুমি প্রভুর কাছে।

নামাজকে বলো না কাজ আছে

কাজকে বলো আমার নামাজ আছে


ফজর কাটে ঘুমের ঘরে

জোহর কাজে কাজে,

আসর কাটে খেলায় ধুলায়

মাগরীব মাঝে মাঝে।- ২বার

ঈশার সময় হয়ে এলে

থাকো মিছে দুনিয়ার পিছে।


নামাজকে বলো না কাজ আছে…

কাজকে বলো আমার নামাজ আছে- ২বার

নামাজ বহীন পরপারে

কি জবাব দিবে তুমি প্রভুর কাছে।


প্রভুর হুকুম মানোরে ভাই

থাকো তুমি যেথায়

সময় গেলে পাবেনা ফিরে

মরন তোমায় লইবে ঘিরে- ২বার

জেনে রেখো মরন তোমার

অতি কাছে।


নামাজকে বলো না কাজ আছে

কাজকে বলো আমার নামাজ আছে

নামাজ বিহীন পরপারে

কি জবাব দিবে তুমি প্রভুর কাছে।

নামাজকে বলো না কাজ আছে

কাজকে বলো আমার নামাজ আছে।

হাজার দেশের এই পৃথিবী হাজার নদী গ্রাম | Hazar Desher Ei Prithibi lyrics
কষ্ট যদি দাও গো খোদা - সবর দিলে দাও-kosto jodi dao go khoda sobor dile dao
রাসুলের অপমানে চুপ কেনো | Rasuler Opomane
সবর শেখো হে উম্মাত ! সবর | জাইমা নূর | Jaima Noor
সাইমুম শিল্পীগোষ্ঠী পরিচিতি
মন ছুঁয়ে যাবার মতো একটি নাত - Baby Najnin - Allah Ghumonto Amar - Official Video 2021
নতুন বছর এলে পরে-Notun Bochor Ele Pore
তাহাজ্জুদের গজল লিরিক্স- জায়নামাজ-Jaynamaz Kalarab
নবীর উম্মত দাবী করো কি করে তুমি লিরিক্স-Ummot Dabi Koro Ki Kore Tumi lyrics
এত এত ভালোবাসা মিছে অভিনয় লিরিক্স-Bethar Sanai | ব্যাথার সানাই | Mahmud Faysal