হৃদয় বীণা তোমার নামে তাসবী জপে শুধু-Hridoybina Gojol by Humayra Afrin Era

কথাঃ সালাহ উদ্দিন সিদ্দিক

সুরঃ আবু তাহের শাকিল

গায়িকা: হুমায়রা আফরিন ইরা


হৃদয় বীণা তোমার নামে

তাসবী জপে শুধু

তাসবী মালার দানায় দানায়

চুয়ে পরে মধু।। 

মন গোলাপের পাঁপড়ি গুলো

করে তোমার জিকির

ফোঁটায় ফোঁটায় ঝড়ে পরে

রহমতের শিশির।। 

আল্লাহু, আল্লাহু, আল্লাহু, আল্লাহু


তোমার প্রেমে মনটা ভেজা

ক্বাল্বটা আবার হলো তাজা

সুগন্ধে আজ প্রাণটা ভরা

প্রাণে দোলে আবীর।।

ফোঁটায় ফোঁটায় ঝড়ে পরে

রহমতের শিশির।।


তনু মনে নেই হাহাকার

তোমার নূরে রুহু গুলজার

প্রেম তহুরায় ডুবে থাকি

সিজদায় নোয়ে শির।।

ফোঁটায় ফোঁটায় ঝড়ে পরে

রহমতের শিশির।।


প্রিয় করে রেখো মোরে

রহম করমের চাদরে মুড়ে 

দিওনা ছেড়ে একা আঁধারে 

ভালোবেসো গভীর।।

ফোঁটায় ফোঁটায় ঝড়ে পরে

রহমতের শিশির।।

আজকের পৃথিবী তুমিময় হে রাসুল লিরিক্স- Tumimoy He Rasul Lyrics
ঢাকা শহর আজব ঢাকা- Dhaka shohor Ajob Dhaka
দৃষ্টি মোদের যায় যতদূর লিরিক্স-Dristi moder jay jotodur Lyrics
মসজিদে যেতে বাধা দিও না আমায় লিরিক্স-Mosjide Jete Badha Diyona Amay
বায়াতের অর্থ হলো রবের নিকট শপথ করা | Bayat Song lyrics | সাইমুম শিল্পী গোষ্ঠী
আমরা ছড়াই ফুলের ঘ্রাণ লিরিক্স-AMRA CHORAI PHULER GHRAN LYRICS
গ্রীষ্ম বর্ষা শরত্ হেমন্ত শীত বসন্ত | Shoro Ritur Desh | মাহজুবা
চারপাশে আজ শুধু মেশকের ঘ্রাণ Meshker Ghran lyrics | সাইমুম শিল্পীগোষ্ঠী
প্রতিদিন কেটে যায় মাগো তুমি বীনে লিরিক্স-protidin kete jay mago tumi bine lyrics.
তুমি ছাড়া বাবা আমার । জাইমা নূর । Baba Amar । Jaima Noor