গেম ও সিরিয়াল নিয়ে সময়ের সেরা গজল - Baby Najnin - মোবাইলের অপব্যবহার

Title : Ato Chalak Manus

Artist : Baby Najnin 

Lyrics : SM Nazrul 

Tune : Collected

Camera : Asad Madani 

Audio & Video Editing : Baby Najnin 

Released : BN Official 

Song Lyrics :

এত চালাক মানুষ এ দুনিয়ায় 

সব কিছু পেতে চায় 

আঙুলের এক ঈশারায়

এই দুনিয়ায় সবাই সেরা হতে চায়


কত রঙ্গ মায়া চলে নেটের ঐ মায়াজালে

শয়তান সবার ওস্তাদ গুরু তাই হবে যা সে বলে

সারা দিন রাত থাকে সাথে ঘুম আসেনা বিছানাতে

কেউ ডুবে থাকে এমন ডুবে 

খাওয়া দাওয়া ছেড়ে দেয়

সে ভালো মন্দ এসব কিছু ভুলে যায় 


সিরিয়াল ছাড়া মা বোনেরা

 আর কিছু তো বোঝেনায়

টিকটক করে সেজেগুজে 

আরো কত রঙ দেখায়

খাওয়া না হলে কষ্ট নেই তাতে 

লাগবে টাকা নেট ভরিতে

কোনো স্বামী দামী সেট কিনে 

বৌকে এনে দিলে

স্বামীর সে নাম করে যায়

মোবাইল পেলে খাওয়া দাওয়া লাগেনায়


উড়তি জোয়ান যুবক যারা 

গেম পাবজিতে মেতে রয়

বললেই কিছু রেগে তারা 

সুসাইডের ভয় দেখায়

যা ইচ্ছা সে যাবে করে 

বলতে কিছু পারবেনা তারে

একি যুগের হাওয়া এলো বলো 

তাদের কথা মতো চলো

হাত দিওনা তাদের গায়

তাদের চেহরা দেখে সত্যি মনে কষ্ট হয়


এস এম নজরুল রাখো মোবাইল 

দিল মোবাইলে দিওনা

মিথ্যা গুজব ভরে ওঠে 

করবে তোমায় দিনকানা

তাই বলে যায় বারেবারে 

বেবী নাজনীন বলি তোরে

পড়ো পড়াও জ্ঞানের বাতি জ্বালাও

 নাতেরী বাহানায়

আল্লাহ যেন সবার চোখের পর্দা খুলে দেয়

Baby Najnin
এই মৃত্যুর মিছিলে আমারই নাম তুমি রেখোনা লিরিক্স
ইসলাম মানে শান্তি করা আত্মসমর্পণ
আম্মা বলেন ঘর ছেড়ে তুই লিরিক্স -Amma Bolen Ghar Chhere Tui Lyrics
টিক টিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে লিরিক্স- Tik tik je ghorita Lyrics
সালামুন আলাইকা ইয়া রাসুল আল্লাহ
সমসাময়িক ইসলামিক গজল | Baby Najnin | মুসলিম আজ নামে শুধু
দাজ্জাল রুখো - জাগরণী সংগীত | Dajjal Rukho - Kalarab
একদিন আমি মানুষ ছিলাম লিরিক্স -Ekdin Ami Manush Chilam
আল্লাহ আল্লাহ গজল লিরিক্স-Allah Allah Gojol Abu Rayhan Kalarab
আপন কেহ নাই-Apon Keho Nai