New Official Video 2023

স্বাধীনতা দিবস স্পেশাল - Baby Najnin - ধনধান্য পুস্প ভরা - Best Independence Day song


Title : Dhono Dhanno Puspo Vora

Artist : Baby Najnin 

Lyrics : Dwijendralal Ray

Camera : Asad Madani 

Audio & Video Editing : Baby Najnin 

Released : BN Official 


ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা

তাহার মাঝে আছে দেশ এক – সকল দেশের সেরা; –

ও সে, স্বপ্ন দিয়ে তৈরি সে-দেশ, স্মৃতি দিয়ে ঘেরা;

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,

ও সে সকল দেশের রানি সে যে – আমার জন্মভূমি।


চন্দ্র সূর্য গ্রহ তারা, কোথায় উজল এমন ধারা।

কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে!

তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি, পাখির ডাকে জেগে;

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,

ও সে সকল দেশের রানি সে যে – আমার জন্মভূমি।


এত স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধূম্র পাহাড়!

কোথায় এমন হরিৎক্ষেত্র আকাশতলে মিশে!

এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে!

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,

ও সে সকল দেশের রানি সে যে – আমার জন্মভূমি।


পুষ্পে পুষ্পে ভরা শাখী; কুঞ্জে কুঞ্জে গাহে পাখি;

গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে পুঞ্জে ধেয়ে –

তারা, ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে;

‌‌ এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,

ও সে সকল দেশের রানি সে যে – আমার জন্মভূমি।


ভায়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ!

– ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি,

আমার এই দেশেতে জন্ম – যেন এই দেশেতে মরি –

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,

ও সে সকল দেশের রানি সে যে – আমার জন্মভূমি।

Baby Najnin
Hasbunallah। হাসবুনাল্লাহ। Iqbal Mahmud। Elias Amin। Kalarab
আকাশ হতে চাঁদ নেমেছে । জাইমা নূর । Akash Hote Chad Nemeche। JaimaNoor
মন জুড়ানো একটি হামদ - Baby Najnin - রাব্বে কাবা - নিউ গজল
কেমনে যাবো সোনার মদিনা - Kemne Jabo Sonar Madina
দিবানিশি কলবে ও নাম । জাইমা নূর
দৃষ্টি তোমার খুলে রাখো দীপ্র সৃষ্টির জন্য লিরিক্স-Drishti Tomar Khule Rakho lyrics
দৃষ্টি মোদের যায় যতদূর লিরিক্স-Dristi moder jay jotodur Lyrics
লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার | TAKBIR | ALLAHU AKBAR | সাইমুম
এখনো সময় আছে লিরিক্স - Ekhono Somoy Ache Lyrics
এলো মাহে রমজান-Elo Mahe Ramzan