Title : Dil Hoi Sachha
Artist : Baby Najnin
Lyrics : SM Nazrul
Tune : Collected
Camera : Asad Madani
Audio & Video Editing : Baby Najnin
Released : BN Official
Song Lyrics 👇👇
বাচ্চা দিল হয় সাচ্চা
তার ফুলের মতো চেহরাতে
দাগ দিওনা ও কচি সোনা
রেখ তারে যত্নেতে
বাচ্চা দিল হয় সাচ্চা
শেখাবে বুলি মুহাব্বাতেরী
বড়দের সম্মান আদব সবারী
ইসলামী শিক্ষার আলোতে ভরে
গঠন করে দাও জীবন তাহারী
হকের পথে সে অটল রবে
থাকবে মা বাপের খিদমাতে
বাচ্চা দিল হয় সাচ্চা
মাটির মতো ঐ খুমির করে
যা বানাবে তাইই হবে
যেমন ভাবেতে গড়বে তারে
তেমন তোমার ঐ মূল্য দেবে
এ বাচ্চা তোমার বড়ো হবার পর
সম্মান রাখবে দুনিয়াতে
বাচ্চা দিল হয় সাচ্চা
এস এম নজরুল বলে সবারে
মানুষ যদি চাও করতে তারে
আল্লাহ্ রাসুলের বানীকে শোনাও
অন্তরে দাও প্রেমে ভরে
বেবী নাজনীনের এ মুখ জোবানী
সবাই রেখ ভাই মনেতে
বাচ্চা দিল হয় সাচ্চা