দিন দুপুরে পার ঘাটেতে | Baby Najnin | Din Dupure Par Ghatete | Latest Bangla Gojol | নিউ গজল
Title : Din Dupure Par Ghatete
Artist : Baby Najnin
Lyrics : SM Nazrul
Tune : Abu Taher
Audio & Video : BN Studio
Thumbnail : Asad Madani
Camera : Asad Madani
Released : BN Official
Song Lyrics :
দিন দুপুরে পার ঘাটেতে করি আনাযানা
পাখির মতো থাকত যদি আমার দুটি ডানা
নবী গো….আমি না শুনিতাম মানা!
যেতাম উড়ে সোনার মদিনা
ও দয়ার নবী গো….
গাড়ি বাড়ি জমিদারী নেই তো প্রয়োজন
তুমি যদি নাও করে আপন
দুনিয়া ভুলে যেতে চাই শুধু তোমায় পেতে চাই
তুমি ছাড়া বৃথা এ জীবন
তুমি আমার জীবন মরন পথের ঠিকানা
ও দয়ার নবী গো….
যা নিয়েছি যা পেয়েছি সবি তোমার দান
গর্ব করি আমি মুসলমান
ঈমান পেলাম কুরআন পেলাম পেলাম কত কি
তোমার প্রেমে দিয়েছেন রহমান
তোমার নামের দোহায় দিলে মাফ হবে গোনা
ও মোমীন বন্ধুরে….
এই দুনিয়ায় কেউ কারো নয় সবি তোমার পর
স্বার্থ ছাড়া করেনা আদর
উম্মাতী উম্মাতী কয় আমার নবী দয়াময়
গিয়ে দেখ রৌজারী ভেতর
এস এম নজরুল সেই নবীকে আগে চেননা