New Official Video 2023

দিন দুপুরে পার ঘাটেতে | Baby Najnin | Din Dupure Par Ghatete | Latest Bangla Gojol | নিউ গজল


Title : Din Dupure Par Ghatete

Artist : Baby Najnin

Lyrics : SM Nazrul

Tune : Abu Taher

Audio & Video : BN Studio

Thumbnail : Asad Madani

Camera : Asad Madani

Released : BN Official


Song Lyrics :


দিন দুপুরে পার ঘাটেতে করি আনাযানা

পাখির মতো থাকত যদি আমার দুটি ডানা

নবী গো….আমি না শুনিতাম মানা!

যেতাম উড়ে সোনার মদিনা


ও দয়ার নবী গো….

গাড়ি বাড়ি জমিদারী নেই তো প্রয়োজন 

তুমি যদি নাও করে আপন

দুনিয়া ভুলে যেতে চাই শুধু তোমায় পেতে চাই

তুমি ছাড়া বৃথা এ জীবন

তুমি আমার জীবন মরন পথের ঠিকানা


ও দয়ার নবী গো….

যা নিয়েছি যা পেয়েছি সবি তোমার দান

গর্ব করি আমি মুসলমান

ঈমান পেলাম কুরআন পেলাম পেলাম কত কি

তোমার প্রেমে দিয়েছেন রহমান

তোমার নামের দোহায় দিলে মাফ হবে গোনা


ও মোমীন বন্ধুরে….

এই দুনিয়ায় কেউ কারো নয় সবি তোমার পর

স্বার্থ ছাড়া করেনা আদর

উম্মাতী উম্মাতী কয় আমার নবী দয়াময়

গিয়ে দেখ রৌজারী ভেতর

এস এম নজরুল সেই নবীকে আগে চেননা

Baby Najnin
ফুলেরা পাঁপড়ি মেলে দেয় - New Official Video
ছোটদের মোনাজাত - জাইমা নূর
সাহারার তপ্ত মরুতে লিরিক্স-Shaharar Topto Morute
খুব কষ্টের একটি গজল| Baby Najnin | কষ্ট | নতুন ২০২৪
Amar Abba - আমার আব্বা
বন্যার করুন মর্মান্তিক গজল - Baby Najnin - একি বন্যা এলো - New Official Video
ওগো মা তুমি এই ধরনীর লিরিক্স -Ogo Ma Tumi
কেউ কারো নয় - Kew Karo Noi
দাও খোদা দাও আমায় আবার লিরিক্স-dao khoda dao Lyrics
নবীর উম্মত দাবী করো কি করে তুমি লিরিক্স-Ummot Dabi Koro Ki Kore Tumi lyrics