SONG: DU-DINER DUNIYA

ARTIST: MAHZUBA MUHANNI IZAFA

LYRIC: NURUZZAMAN SHAH

TUNE: NIAMUL HOSSAIN

-------------➤ লিরিক্স ➤--------------


দু'দিনের দুনিয়াটা দু'দিনের বাড়ি

ডাক এলে চলে যাবো দিয়ে সবই আড়ি।।


পলকেই থেমে যাবে যেই বুকে শ্বাস

আমি আর আমি নেই হয়ে গেছি লাশ

কে আপন কে স্বজন সকলেই পর

মাঝখানে ক্ষণিকের শুধু আহাজারি।।


পড়ে রবে টাকাকড়ি পড়ে রবে ধন

যাবে একা ভিখারির মতো আমার এ জীবন!


অনেকেই দেখে যাবে এই দেখা শেষ

আমি পরে রবো শেষ বিদায়ের বেশ

বাঁশের পালকি এলে আর দেরি নয়

সবকিছু হয়ে যাবে বড় তাড়াতাড়ি।। 


Saimum Shilpigosthi Official
তোরা মার্কিনী সেই পণ্য-জাগ্রত কবি মুহিব খান
জিহাদ করতে চাই আমি জিহাদ করতে চাই লিরিক্স -Jihad Korte Chai Ami Jihad Korte Chai
ঘুম মানে মৃত্যুর চুম । জাইমা নূর
হরেক রকম সৃষ্টি | HOREK ROKOM SRISTI আফিফা হাসান রাফা
ও নদী তুমি বইছো কেনো লিরিক্স-O Nodi Tumi Boicho Keno
বন্ধু ভুলে যেওনা কখনো লিরিক্স- Bondhu Vule Jeyona Kokhono
হাজার গানের মাঝে | Hajar Ganer Majhe
মাহে রমজান-Mahe Ramzan
বছর পেরিয়ে কত রমাদান আসে, কত রমাদান চলে যায় লিরিক্স
কুল আলমের খাজানা - Baby Najnin - Kul Alomer Khazana - New Official Video 2021