ফেতনা ছাড়ো পথে এসো | Baby Najnin | বর্তমান অবস্হাকে কেন্দ্র করে নতুন গজল | New Gojol 2022
Title : Fitna Charo Pothe Eso
Artist : Baby Najnin
Lyrics & Tune : SM Nazrul
Audio & Video : BN Studio
Thumbnail : Asad Madani
Camera : Asad Madani
Released : BN Official
Song Lyrics :
ফেতনা ছাড়ো পথে এসো
অন্যের দোষ থেকে মুক্ত থাকো
নিজের বিচার করো আগে
অন্তরে কত ময়লা দেখো
মাখলুকাতের শ্রেষ্ঠ মানুষ হুস হারাও আজ কেমন করে
প্রশ্ন করো মনকে তুমি বলার আগে ভাবো বারেবারে
বলা কথা বন্দুকের গুলি হিসাব করে কথা বলতে শেখো
তোমার এ সারা দেহের মাঝে নরম এক মাংসের টুকরা আছে
ঐ টুকরা যার ভালো হবে সেই তো ভালো বলে প্রমান হবে
ঐ টুকরা হল তোমার অন্তর আল্লা নবীর প্রেম ভরে রাখো
এস এম নজরুল সারা জীবন মানব সেবাতে মগ্ন থাকো
কারো বিচার না করে তুমি আখেরের সন্চয় করতে থাকো
বেবী নাজনীন মরার আগে ভালোবাসার ঐ স্মৃতি রাখো