অন্তর কাঁপানো একটি গজল। Baby Najnin। দাই হালিমার কান্না । New Official Video 2021

Song Lyrics :


দাই হালিমা কান্না করে বসে আপন ঘরে

মা আমিনার লালকে ছাড়া থাকবো কেমন করে

জান নবী মোর জান - জান নবী মোর জান


চোখে চোখে রাখতো যাকে সারা দিবানিশী

বুকের মাঝে জড়িয়ে তাকে পেত হাজার খুশি

মুস্তাফা বিনা খানাপিনা সব দিত মা ছেড়ে 

খাইয়ে খানা শান্তি পেত হৃদয় যেত জুড়ে

জান নবী মোর জান - জান নবী মোর জান 


মা আমিনা বলে হালি দাওনা আমার ছেলে

হালি বলে নবী ছাড়া বাঁচবো কেমন হালে

চোখের পানির স্রোত বয়ে যায় ঠোঁট শুধু তার নড়ে

বলে বাবা কেমন করে থাকবো তোমায় ছেড়ে

জান তুমি মোর জান - জান তুমি মোর জান 


মুস্তাফাকে মা আমিনা নিয়ে চলে গেল 

দাই হালিমা কেঁদে কেঁদে খাওয়া ছেড়ে দিল

যে কটা দিন ছিল বেঁচে নীর স্মৃতি ধরে 

এস এম নজরুল এমন রাসুল কেউ কি ভুলতে পারে

জান নবী মোর জান - জান নবী মোর জান

Baby Najnin
একটি বছর পরে আবার লিরিক্স -Ekti Bochor Pore Abar lyrics
ও বাতাস আমায় তুমি নিয়ে যাওনা গজলের লিরিক্স
মদিনার ঐ পথে পথে ঘুরে বেরায় কল্পনাতে লিরিক্স-Modinar Pothe
আমার নিশ্বাসে বিশ্বাসে প্রিয় নবী | Bisshashe Rasul | আবু উবায়দা
তোমাদের তরে আমার একটি অনুনয় লিরিক্স-Tomader Tore Ekti Onunoy lyrics
থাকতে জীবন মন ভাব ওরে - Thakte Jibon Mon Vab Ore
রসূলে খোদা হে, তু দিল কি আওয়াজে লিরিক্স Rasule Khoda by Abu Rayhan
এখনো আঁধার কাটেনিতো রাত-EKHONO ADHAR by Munaem Billah
নামাজ আমার সঙ্গের সাথী - Namaz amar soghger sathi
বউ তুমি কথা কও, কও না কথা লিরিক্স