Holy Tune presents Islamic Song : নতুন গজল ২০২১ । Jedike Jay Mor Dristy । যেদিকে যায় মোর দৃষ্টি । Ahmadullah Siam । Kalarab
Song : Jedike Jay Mor Dristy
Singer : Ahmadullah Siam
Lyric & Tune : Aminul Islam Mamun
Record Label : Holy Tune Studio
Sound Design : Mahfuzul Alam
Video Director : H AL Haadi
Lyrics in Bengali:
যে দিকে যায় মোর দৃষ্টি
দেখি তবু অপরূপ সৃস্টি
দেখি যত বিমোহিত হয় মন
অনুভবে খোজি প্ৰভু তুমায় তখন
যে দিকে যায় মোর দৃষ্টি
দেখি তবু অপরূপ সৃস্টি
দেখি যত বিমোহিত হয় মন
অনুভবে খোজি প্ৰভু তুমায় তখন
আছো তুমি কোথায় বলো না মোরে
যাবো আমি সেথায় হউক যতদূরে
আছো তুমি কোথায় বলো না মোরে
যাবো আমি সেথায় হউক যতদূরে
বলবো কথা আমি তোমার সাথে
একা একা কেনো থাকো আড়ালেতে
বলবো কথা আমি তোমার সাথে
একা একা কেনো থাকো আড়ালেতে
চাঁদ মামা তুমি ও আমার মতন
প্রভুর সাথে চাও করতে কথন
চাঁদ মামা তুমি ও আমার মতন
প্রভুর সাথে চাও করতে কথন
না কি তুমি নিরিবিলি জোছনা রাতে
প্রান খুলে কথা বোলো প্রভুর সাথে
না কি তুমি নিরিবিলি জোছনা রাতে
প্রান খুলে কথা বোলো প্রভুর সাথে
তাই বুঝি হাসো তুমি মিস্টি হাসি
আমি ও যে তারে বড় ভালোবাসি
তবে কেনো রবো আমি দূরে দূরে
তবে কেনো রবো আমি দূরে দূরে
চাঁদ মামা যদি পারো বলে দিও তারে
বলে দিও তারে
ভোরের আজান আমি শুনি যখন
থাকতে পারিনা আর ঘুমিয়ে তখন
থাকতে পারিনা আর ঘুমিয়ে তখন
থাকতে পারিনা আর ঘুমিয়ে তখন
মনে হয় ডাকছো তুমি মোরে
মনে হয় ডাকছো তুমি মোরে
আয় খোকা ছোটে আয় আমার ঘরে
ওজু করে মসজিদে যাইগো ছোটে
তুমার ডাকে প্ৰভু সাড়া দিতে
নামাজ শেষে আমি তুলি দুই হাত
নামাজ শেষে আমি তুলি দুই হাত
তুমার কাছে করি ফরিয়াদ
তোমারে চীনার প্ৰভু তুমাকে জানার
তাওফীক দাও তাওফীক দাও
সরল পথে প্ৰভু সঠিক পথে
আমাকে চালাও আমাকে দেখাও
ভিন্ন কিছু আর নেইতো চাওয়ার
ভিন্ন কিছু আর নেইতো চাওয়ার
রহীম রহমান ওগো পরোয়ার
রহীম রহমান ওগো পরোয়ার
রহীম রহমান ওগো পরোয়ার