Holy Tune presents Islamic Song : মুহাম্মদ সাঃ এর অবমাননার প্রতিবাদে সময়ের সেরা গজল । Ummot Dabi Koro Ki Kore Tumi । Kalarab  


Song : Ummot Dabi Koro Ki Kore Tumi

Singer : Muhammad Badruzzaman, Abu Rayhan, Mahfuzul Alam, Tawhid Jamil, Abir Hasan & Imranul Farhan

Lyric : Hossain Noor

Tune : Ahmod Abdullah

Music Direction : Muhammad Badruzzaman

Sound Design : Mahfuzul Alam

Record Label : Holy Tune Studio

Video Edit & Colour : Tawhid Jamil


Lyrics


নবীর উম্মত দাবি করো কী করে তুমি?

বলো, উম্মত দাবি করো কি করে তুমি?

নবীর উম্মত দাবি করো কী করে তুমি?

বলো, উম্মত দাবি করো কি করে তুমি?

রাসূলের অপমানে, কটুক্তি দেখে-শুনে

রাসূলের অপমানে, কটুক্তি দেখে-শুনে

কেঁদে না উঠে যদি হৃদয়ভূমি


নবীর উম্মত দাবি করো কী করে তুমি?

বলো উম্মত দাবি করো কী করে তুমি?


যে মায়ার নবী দিতো দ্বীনের দাওয়াত

মুখ বুজে সয়ে যেতো পাথরের আঘাত

যে মায়ার নবী দিতো দ্বীনের দাওয়াত

মুখ বুজে সয়ে যেত পাথরের আঘাত


নিষ্পাপ সে নামে কালি দেয় ওরা

চুপ হয়ে থাকো তুমি কপালপোড়া

মুসলিম বেশ ধরে অচেতন হৃদঘরে

রাসূলের প্রেম যদি না থাকে শুনি


নবীর উম্মত দাবি করো কী করে তুমি?

বলো, উম্মত দাবি করো কী করে তুমি?


রাসূলের সম্মানে জাগো হে মুমিন

প্রয়োজনে দাও সঁপে হৃদয়জমিন

রাসূলের সম্মানে জাগো হে মুমিন

প্রয়োজনে দাও সঁপে হৃদয়জমিন


সত্যের পথে যদি প্রাণ দিতে হয়

বুঝে নিও এ তোমার ঈমানের জয়

বাতিল নির্মূলে গর্জে তোমার গলে

গেয়ে না উঠো যদি জাগরণী


নবীর উম্মত দাবি করো কী করে তুমি?

বলো, উম্মত দাবি করো কী করে তুমি?

রাসূলের অপমানে, কটুক্তি দেখে-শুনে

রাসূলের অপমানে, কটুক্তি দেখে-শুনে

কেঁদে না উঠে যদি হৃদয়ভূমি


নবীর উম্মত দাবি করো কী করে তুমি?

বলো, উম্মত দাবি করো কী করে তুমি?

নবীর উম্মত দাবি করো কী করে তুমি?

বলো, উম্মত দাবি করো কী করে তুমি?

Holy Tune