নতুন বছর স্পেশাল নতুন গজল | Baby Najnin | Notun Bochor Ele Pore | New Year Special
Title: Notun Bochor Ele Pore
Artist: Baby Najnin
Lyrics & Tune : SM Nazrul
Audio & Video : BN Studio
Thumbnail : Asad Madani
Camera: Asad Madani
Released: BN Official
Song Lyrics :
নতুন বছর এলে পরে চলত খুশি সারা বিশ্ব জুড়ে
সবার মনে কি আনন্দ ছিল
ভাসতো সবাই খুশির জোয়ারে
স্বাধীনতা মোরা পেলাম কোথায়
যেদিকে যায় সেদিকে বাঁধা পায়
উপরমহল হতে শুধুই ভয় দেখায়
বাইরে যাবার পথ বন্ধ করে দেয়
এসোনা সবাই রুখে দাঁড়ায়
বাঁটবো খুশি মোরা ঘরে ঘরে
কত গেল কত এলো কে কার হিসাব রাখে বল
কষ্ট সবার আছে হাজার মন থেকে এবার মুছে ফেল
একটু চাওয়া একটু পাওয়া চাই যে মোরা ঐ সবার তরে
এস এম নজরুল যা গেছে যেতে দাও
সামনে যা আছে গ্রহন করে নাও
হাসিখুশিতে ভূবন ভরে দাও
নতুন বছরের শুভেচ্ছা জানাও
বেবী নাজনীন বলি সুরে সুরে
থেকনা কেউ আর দূরে দূরে