কার মার্তবা বেশী? নবী পাকের না ইমাম পাকের - Baby Najnin - New Official Video 2021
Title : Poriskar Oi Bolen Allah
Artist : Baby Najnin
Lyrics : SM Nazrul
Camera : Asad Madani
Audio & Video Editing : Baby Najnin
Released : BN Official
Song Lyrics 👇👇
পরিস্কার ঐ বলেন আল্লাহ্ - দেখোনা কোরআন পাকে
মোর নবীকে ভালো বাসবে যে জন
সেই তো পাবে আমাকে
পাঞ্জাতনের পাঁচটি ফুল - জেনো এ তো সবার মূল
এই পাঁচের মাঝে এক গেলে বাদ সবি তোমার হবে ভুল
এক এক রত্ন সকলে এরা এক ফুলে আছে ঢেকে
পরিস্কার ঐ বলেন আল্লাহ্
এলেন নবী বেটির বাড়ি বেশ কিছুদিন পরে
ইমাম হুসেন ছুটে এসে নানাজানে সালাম করে
চুমা দিয়ে নানা বলেন ও হুসেনা আমি বড়ো না তুমি বড়
বলছি নানাভাই দুঃখ নেবেন নাই
আপনার থেকে আমি বড়ো
শুনে মা তখন রেগে আগুন মারতে যায় হুসেনকে
নবী বলেন বেটি আমাদের কথায়
তুমি আবার কেন এলে
আবার হুসেনকে ডেকে চুমা দিয়ে মুখে
বসালেন আপন কোলে
বলেন দাদুভাই বলোনা আমায়
বড়ো তুমি কোনদিক হতে
হুসেন বলে নবীর নওশা পারেনা মিথ্যা বলিতে
চুপ করে যায় হুসেনের কথায়
কি বলবে তাই সবাই দেখে
শেরে খোদা পিতাজী আমার
আল্লার নবীর সাহাবা তিনি
আপনার পিতা কি শেরে খোদা
নবীর সাহাবা ছিলেন কি উনি
আমার জননী খাতুনে জান্নাত
আপনার মা কি তাই ছিলো
মোর নানা সরকারে দো আলম
আপনার নানা কি তাই ছিলো
যদি না হয় বলুন না আমায়
বড়ো নয় কি আমি আপনার থেকে
শুনে খুশি হয় বলেন দয়াময় ঠিক বলেছ হুশেনা
আমার থেকে বড়ো গো তুমি
তোমার থেকে বড়ো কেউ তো না
ভুলে গেছি আজ আমরা মুসলমান
ইমাম হুসেনের অবদান
যাদের রক্তের বিনিময়ে
পেয়েছি আমরা দ্বীন ইসলাম
এস এম নজরুল হুসেনেরী নাম
রাখো আপন সিনাতে একেঁ