কার মার্তবা বেশী? নবী পাকের না ইমাম পাকের - Baby Najnin - New Official Video 2021


Title : Poriskar Oi Bolen Allah

Artist : Baby Najnin 

Lyrics : SM Nazrul 

Camera : Asad Madani 

Audio & Video Editing : Baby Najnin 

Released : BN Official 

Song Lyrics 👇👇

পরিস্কার ঐ বলেন আল্লাহ্ - দেখোনা কোরআন পাকে

মোর নবীকে ভালো বাসবে যে জন

সেই তো পাবে আমাকে 


পাঞ্জাতনের পাঁচটি ফুল - জেনো এ তো সবার মূল

এই পাঁচের মাঝে এক গেলে বাদ সবি তোমার হবে ভুল

এক এক রত্ন সকলে এরা এক ফুলে আছে ঢেকে

পরিস্কার ঐ বলেন আল্লাহ্ 


এলেন নবী বেটির বাড়ি বেশ কিছুদিন পরে

ইমাম হুসেন ছুটে এসে নানাজানে সালাম করে

চুমা দিয়ে নানা বলেন ও হুসেনা আমি বড়ো না তুমি বড়

বলছি নানাভাই দুঃখ নেবেন নাই

আপনার থেকে আমি বড়ো 

শুনে মা তখন রেগে আগুন মারতে যায় হুসেনকে


নবী বলেন বেটি আমাদের কথায় 

তুমি আবার কেন এলে

আবার হুসেনকে ডেকে চুমা দিয়ে মুখে

বসালেন আপন কোলে

বলেন দাদুভাই বলোনা আমায়

বড়ো তুমি কোনদিক হতে

হুসেন বলে নবীর নওশা পারেনা মিথ্যা বলিতে

চুপ করে যায় হুসেনের কথায় 

কি বলবে তাই সবাই দেখে


শেরে খোদা পিতাজী আমার

আল্লার নবীর সাহাবা তিনি

আপনার পিতা কি শেরে খোদা

নবীর সাহাবা ছিলেন কি উনি

আমার জননী খাতুনে জান্নাত

আপনার মা কি তাই ছিলো

মোর নানা সরকারে দো আলম 

আপনার নানা কি তাই ছিলো

যদি না হয় বলুন না আমায় 

বড়ো নয় কি আমি আপনার থেকে 


শুনে খুশি হয় বলেন দয়াময় ঠিক বলেছ হুশেনা 

আমার থেকে বড়ো গো তুমি 

তোমার থেকে বড়ো কেউ তো না

ভুলে গেছি আজ আমরা মুসলমান 

ইমাম হুসেনের অবদান

যাদের রক্তের বিনিময়ে 

পেয়েছি আমরা দ্বীন ইসলাম

এস এম নজরুল হুসেনেরী নাম

রাখো আপন সিনাতে একেঁ

Baby Najnin
এ জীবনে নবী ছাড়া আমি কিছু বুঝিনা- A Jibone Nabi Chara ami kishu bujina
Ya Nabi Salaam Alaika | ইয়া নবী সালাম আলাইকা | Baby Najnin | প্রান জুড়ানো মিলাদ ও ক্বিয়াম
যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম Jake Ami Sobcheye । ‍Saimum Shilpigosthi
পদ্মা মেঘনা যমুনার তীরে লিরিক্স -Aynuddin Al Azad
পথশিশু নয় ওরা ফুলশিশু লিরিক্স -Potho Shishu Gojol Lyrics
তওফিক দাও খোদা লিরিক- taofik dao khoda lyrics
ঘন দুর্যোগ পথে দুর্ভোগ লিরিক্স - Ghana Durjog Pathe Durbhog Lyrics
হে রাসুল বুঝিনা আমি লিরিক্স He Rasul Bujhi Na Ami Lyricis
দৃষ্টি তোমার খুলে রাখো দীপ্র সৃষ্টির জন্য লিরিক্স-Drishti Tomar Khule Rakho lyrics
কচু হাতার হানিরে ভাই কচু হাতার হানি -Kachu Hatara Hanire Bhai Kachu Hatara Hani