Holy Tune presents Islamic Song : কেয়ামত নিয়ে গজল । Keyamot । কেয়ামত । Mahfuzur Rahman Jaber । New Bangla Gojol


Song : Keyamot

Singer : Mahfuzur Rahman Jaber

Lyric : Mahfuzur Rahman Jaber & Hossain Noor

Tune : Abu Rayhan

Record Label : Holy Tune Studio

Sound Design : Mahfuzul Alam

Video Director : Mehedi Roni


Lyric


আ আ আ …..

স্বপনে ঘেরা আ আ

স্বপ্নে ঘেরা এই পৃথিবীর পাহার, সাগর, নদী,

কল্প গাঁথা গগন ছোয়া কোটি টাকার বাড়ি।

হুকুম এ মহান প্রভুর বিনাশ হবে সবই।

ইয়ানফসি-২

ইয়ানফসি

ইয়ানফসি বলে ভাগবে সবােই।

পিতা মাতা ভাই বোন সন্তান স্বজনী।


শিল্পে সাজা, আকাশ ছোয়া, ইট পাথরের ঘর,

ঈসরাফিলের ফুৎকারে কাঁপবে থর থর।

কোথায় সেদিন মহা ধনী, কোথায় জ্ঞান প্রগতি?


ইয়ানফসি-২

ইয়ানফসি

ইয়ানফসি বলে ভাগবে সবােই।

পিতা মাতা ভাই বোন সন্তান স্বজনী।


গ্রহ, রবি, চাঁদ সিতারা, ঝড়ে খসে পরবে।

অকাশ সম পাহার সবই তুলোর মত উড়বে।

উদর শিশুর জন্ম ভবে-২

বেখবর জননী।


ইয়ানফসি-২

ইয়ানফসি

ইয়ানফসি বলে ভাগবে সবােই।

পিতা মাতা ভাই বোন সন্তান স্বজনী।


মহাদিনে মহা ক্ষনে,

কে জানি কোন খানে।

বিচার পতি মহান প্রভু মহা সিংহাসনে।


হুংকারে মহান প্রভুর

হুংকারে মহান প্রভুর বেহুশ সভা সামি।


ইয়ানফসি-২

ইয়ানফসি

ইয়ানফসি বলে ভাগবে সবােই।

পিতা মাতা ভাই বোন সন্তান স্বজনী।


স্বপনে ঘেরা আ আ

স্বপনে ঘেরা এই পৃথিবীর পাহৃর, সাগর, নদী,

কল্প গাঁথা গগন ছোয়া কোটি টাকার বাড়ি।

হুকুম এ মহান প্রভুর

হুকুম এ মহান প্রভুর বিনাশ হবে সবই।


ইয়ানফসি-২

ইয়ানফসি

ইয়ানফসি বলে ভাগবে সবােই।

পিতা মাতা ভাই বোন সন্তান স্বজনী।-২

Holy Tune