মহরমের সেরা গজল | Baby Najnin | Songi Sathi K Dakiya Kache | Muharram Gojol 2022
Title : Songi Sathi K Dakiya Kache
Artist : Baby Najnin
Lyrics : SM Nazrul
Audio & Video : BN Studio
Thumbnail : Asad Madani
Camera : Asad Madani
Released : BN Official
Song Lyrics :
সঙ্গীসাথীকে ডাকিয়া কাছে
ইমাম আমার বলিতে থাকে
নানাজীর কাছে ওয়াদা আছে মোর
করিব কুরবান এ জীবনটাকে
সঙ্গীসাথীকে ডাকিয়া কাছে
ভালোবাসি তাই আমি বলে যাই
ফিরে যাও সবাই সোনার মদিনায়
তোমাদের তরে দোওয়া যাই করে
সুখে শান্তিতে রাখো দয়াময়
ইমামের কথায় কেঁদে কয় সবাই
মরিতে রাজি লড়িয়া হকে
তোমার গোলামী পেয়েছি যখন
তোমার প্রেমেতে এ জান কুরবান
পান্জাতনী ফুল আওলাদে রাসুল
করোনা কবুল মনেরী আরমান
হেসে কয় ইমাম এ ত্যাগেরী দাম
দিও আল্লাহপাক তুমি সবাইকে
রাতের গভীরে ঘুমিয়ে পড়ে
শাকিনা জেগে কালাম পড়ে
দুচোখে পানি গড়িয়ে পরে
আব্বাকে ছেড়ে থাকব কি করে
ইমাম এসে কয় বেটি বুকে আই
ফেলিসনা পানি আর ঐ দুই চোখে
এস এম নজরুল সবি তো পেলে
কুরবানী তাদের গিয়েছ ভুলে
এজিদি আবার এসেছে ফিরে
ইসলামকে ছুঁড়ে দিতে চায় ফেলে
বেবী নাজনীন তাই বার্তা দিয়ে যাই
কলেমা যারা রেখেছ বুকে