হৃদয়স্পর্শী সেরা গজল । Tore Banailo Jejon । তোরে বানাইলো যেজন । Jahidul Islam Shawon । Kalarab
Song : Tore banailo Jejon
Singer : Jahidul Islam Shawon
Lyric : Saeed UsmanTune : Muhammad Badruzzaman
Record Label : Holy Tune Studio
Sound Design : Mahfuzul Alam
Video Director : H Al Haadi
Lyric
তোরে বানাইলো সেজন,তুই ভুইলা রইলি তারে ২
ও তোর সব প্রয়োজন,ও তোর সব প্রয়োজন,
পুরন করেন তিনি,তবু তারে ভুলিশ বারে বারে
তোরে বানাইলো সেজন,তুই ভুইলা রইলি তারে ২
দেহ ঘরের পিঞ্জিরাতে,তার বসবাস দিনে রাতে ২
তারচে আপন নেই কেহ মন ২
বুঝবি সবি গেলে পরপাড়ে
তোরে বানাইলো সেজন,তুই ভুইলা রইলি তারে-২
শেষ হবে তোর জীবন বেলা,ডুবে যাবে রঙের ভেলা ২
তারে ছাড়া ও তুই সেই দিন ২
বন্ধু বলে কাছে পাবি কারে
তোরে বানাইলো সেজন,তুই ভুইলা রইলি তারে ২
ও তোর সব প্রয়োজন,ও তোর সব প্রয়োজন,
পুরন করেন তিনি,তবু তারে ভুলিশ বারে বারে
তোরে বানাইলো সেজন,তুই ভুইলা রইলি তারে ৪