কারবালার সেরা নতুন গজল | Baby Najnin | ভুলতে পারিনা | Vulte Parina | New Muharram Gojol 2022
Title : Vulte Parina
Artist : Baby Najnin
Lyrics : SM Nazrul
Tune : Collected
Audio & Video : BN Studio
Thumbnail : Asad Madani
Camera : Asad Madani
Released : BN Official
Song Lyrics :
ভুলতে পারিনা বলতে পারিনা
ভুলতে পারিনা আমি বলতে পারিনা
ইমাম শোকে আজও কাঁদে সারা জামানা
ভুলিনি ভুলবনা ভুলতে পারিনা
ইমাম শোকে আজও কাঁদে সারা জামানা
কাঁদে সারা মরু বালি কাঁদে কুফার গলি
মদিনা কাঁদে মক্কা কাঁদে কাঁদে যত ওলি
গাছের পাতা ঝুঁকিয়ে মাথা ঝরায় অশ্রু জল
মা ফতেমার প্যায়ারা হুশেন কোথায় আছেন বল
যাকে আদর করত আমার শাহে মদিনা
১০ই মহরম আসে যখন মোমীনেরী ঘরে
বুক ফেটে যায় ইমাম হুশেন জানি তোমার তরে
যে কুরবানী মোদের তরে দিয়েছ তুমি
সে কুরবানীর বদলা তোমায় কেমনে দিই আমি
রক্তে রাঙা করবালাকে আজও ভুলিনা
এস এম নজরুল কেঁদে কেঁদে দোওয়া শুধু চায়
ওগো ইমাম কবুল করো গোলামীর খাতায়
বেবী নাজনীন হকের পথে দিতে রাজি জান
শহীদ হয়ে মরবে যদি তৈরী থাকোনা