খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
Khulna Palli Bidyut Samity Job Circular 2024
খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পরিচালিত ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির একটি। খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি খুলনা বিভাগের খুলনা জেলায় ০৪টি জোনাল অফিস, ০৩টি সাব-জোনাল অফিস এবং ১৪টি অভিযোগ কেন্দ্রের মাধ্যমে বিদ্যুৎ সেবা প্রদান করে থাকে। খুলনা পল্লী বিদ্যুৎ সমিতিতে ‘মিটার রিডার কাম ম্যাসেঞ্জার’ পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য ব্যক্তিদের আবেদন করার আহব্বান করা হচ্ছে। আগ্রহীরা আগামি ১২ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিঃ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি, ঠিকরাবন্দ, খুলনা
পদের নাম: মিটার রিডার কাম ম্যাসেঞ্জার
পদ সংখ্যা: ২৮ টি
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
অভিজ্ঞতা: প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, উত্তম চরিত্র, ভালো ব্যক্তি সম্পন্ন, সুন্দর ও সুঠাম দেহের অধিকারী হতে হবে। বাই-সাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাই-সাইকেল থাকতে হবে।
জামানত: নিরাপত্তা জামানত হিসেবে পবিসের ক্যাশ শাখায় ১০ হাজার টাকা জমা প্রদানের সামর্থ্য থাকতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
বেতন স্কেল: ১৪,৭০০ টাকা।
কর্মস্থল: খুলনা
বয়স: ১২ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখের মধ্যে ১৮-২৫ বছর হতে হবে।
আবেদনের সূত্র: আগ্রহীরা pbskln.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
আবেদন ফি: টেলিটক প্রি-পেইডের মাধ্যমে ১১২ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১২ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ বিকেল ০৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
খুলনা বিদ্যুৎ অফিসের নাম্বার,খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি,বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি,যশোর পল্লী বিদ্যুৎ সমিতি ২,কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি,যশোর পল্লী বিদ্যুৎ সমিতি ১,বিদ্যুৎ অভিযোগ নম্বর খুলনা,পল্লী বিদ্যুৎ নিয়োগ ২০২৪ সার্কুলার,palli bidyut apply,বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড,khulna palli bidyut job circular 2024,rangpur palli bidyut job circular 2024,mymensingh palli bidyut job circular 2024,polli biddut bd job 2024,পল্লী বিদ্যুৎ নিয়োগ ২০২৪ সার্কুলার মিটার রিডার,khulna biddut office number,palli bidyut online application tracking,palli bidyut meter application,jhenaidah pbs,kishoreganj pbs,আবেদনের সর্বশেষ অবস্থা,মিটারের আবেদন অনুসন্ধান,পল্লী বিদ্যুৎ নিয়োগ ২০২৪,
সাম্প্রতিক মন্তব্য
#মো ইকরামুল
স্যার খুলনা কেন অফিস সহায়ক পদে আবেদন করতে পারবে না। আমাদের জেলায় আমাদের বাদ দিচ্ছেন সার