বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন এ নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করা হয়েছে।
আবেদন শুরু: ১২ জানুয়ারি ২০২০ থেকে ।
আবেদনের শেষ তারিখ: ২৬ জানুয়ারি ২০২০পর্যন্ত।
পদের নাম:মেডিকেল অফিসার -০৮ জন,সহকারী ব্যবস্থাপক (যন্ত্রকৌশল) - ১৬ জন,সহকারী ব্যবস্থাপক (তড়িৎকৌশল) -০৪ জন,সহকারী ব্যবস্থাপক (পুরকৌশল) - ০৭ জন,সহকারী ব্যবস্থাপক (পরিবহন প্রকৌশল) -০৫ জন,সহকারী ব্যবস্থাপক (অর্থ/ হিসাব) -২৭ জন,ইক্ষু উন্নয়ন সহকারী - ৩০০ জন