বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় (বিএসএমআরইউ) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
Bangabandhu Sheikh Mujibur Rahman University (BSMRU) Job Circular 2024
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ হচ্ছে বাংলাদেশ সরকারের অথার্য়নে একটি নির্মিতব্য পাবলিক বিশ্ববিদ্যালয়। কিশোরগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ে (বিএসএমআরইউ) ০৯+০৩টি পদে পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য ব্যক্তিদের আবেদন করার আহব্বান করা হচ্ছে। আগ্রহীরা আগামী ১০,১৭ মার্চ ২০২৪ খ্রিঃ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় (বিএসএমআরইউ), কিশোরগঞ্জ
১.পদের নাম: পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন
পদ সংখ্যা: ০১টি স্থায়ী
বেতন স্কেল : ৫৬,৫০০-৭৪,৪০০/-
২.পদের নাম: সেকশন অফিসার
পদ সংখ্যা: ০২টি স্থায়ী
বেতন স্কেল : ২২,০০০-৫৩,০৬০/-
৩.পদের নাম: সহকারি কম্পিউটার প্রোগ্রামার
পদ সংখ্যা: ০১টি স্থায়ী
বেতন স্কেল : ২২,০০০-৫৩,০৬০/-
৪.পদের নাম: প্রশাসনিক কর্মকর্তা
পদ সংখ্যা: ০২টি স্থায়ী
বেতন স্কেল : ১৬,০০০-৩৮,৬৪০/-
৫.পদের নাম: উপ-সহকারি প্রকৌশলী, সিভিল
পদ সংখ্যা: ০১টি স্থায়ী
বেতন স্কেল : ১৬,০০০-৩৮,৬৪০/-
৬.পদের নাম: ক্যাটালগার
পদ সংখ্যা: ০১টি স্থায়ী
বেতন স্কেল : ৯৭০০-২৩৪৯০/-
৭.পদের নাম: ল্যাব এসিস্ট্যান্ট
পদ সংখ্যা: ০২টি স্থায়ী
বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০/-
৮.পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট
পদ সংখ্যা: ০৩টি স্থায়ী
বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০/-
৯.পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ০৩টি স্থায়ী
বেতন স্কেল : ৮২৫০-২০০১০/-
কর্মস্থল: কিশোরগঞ্জ
আবেদনের সূত্র: আগ্রহীরা jobs.bsmru.ac.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
আবেদন ফি: অনলাইন ব্যাংকিং অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১ নং পদের জন্য ৬০০ টাকা, ২-৫ নং পদের জন্য ৫০০ টাকা, ৬-৮ নং পদের জন্য ৩০০ টাকা, ৯ নং পদের জন্য ১০০ টাকা জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১০ মার্চ ২০২৪ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।
১. পদের নাম: সহযোগী অধ্যাপক (যোগ্য প্রার্থী না পাওয়া গেলে এই পদের বিপরীতে প্রভাষক নিয়োগ করা হবে)
বিভাগ ও পদসংখ্যা: ইংরেজি- ১টি (স্থায়ী), গণিত- ১টি (স্থায়ী),হিসাব বিজ্ঞান- ১টি (স্থায়ী),কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ১টি (স্থায়ী)।
বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা (গ্রেড-৪)
২. পদের নাম: সহকারী অধ্যাপক (যোগ্য প্রার্থী না পাওয়া গেলে এই পদের বিপরীতে প্রভাষক নিয়োগ করা হবে)
বিভাগ ও পদসংখ্যা: ইংরেজি- ১টি (স্থায়ী), গণিত- ১টি (স্থায়ী),হিসাব বিজ্ঞান- ১টি (স্থায়ী),কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ১টি (স্থায়ী)।
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)
৩.পদের নাম: প্রভাষক
বিভাগ ও পদসংখ্যা: ইংরেজি-৩টি স্থায়ী পদসহ সর্বোচ্চ ৫টি পদ , গণিত-৩টি স্থায়ী পদসহ সর্বোচ্চ ৫টি পদ, হিসাব বিজ্ঞান-৩টি স্থায়ী পদসহ সর্বোচ্চ ৫টি পদ ,কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে- ৩টি স্থায়ী পদসহ সর্বোচ্চ ৫টি পদ।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/- টাকা (গ্রেড-৯)
কর্মস্থল: কিশোরগঞ্জ
আবেদনের সূত্র: আগ্রহীরা jobs.bsmru.ac.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
আবেদন ফি: ক্রেডিট কার্ড/ অনলাইন ব্যাংকিং/ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অনলাইনে আবেদন ফি পরিশোধ করতে হবে। সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক পদের জন্য ১০০০ টাকা এবং প্রভাষক পদের জন্য ৮০০ টাকা আবেদন ফি।
আবেদনের শেষ তারিখ: আগামী ১৭ মার্চ ২০২৪ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
What is the tuition fees for international students in Rovira I Virgili university?Which country has the highest tuition fees for international students?Which country has the cheapest school fees for international students?What is the tuition fee for international students in Germany?bsmrau admission circular 2024,bangabandhu sheikh mujibur rahman university, kishoreganj job circular,bsmrau.edu.bd application form,www.bsmrau.edu.bd admission,bangabandhu sheikh mujibur rahman agricultural university logo,bsmrau notice,bsmrau job circular 2024,What is the rank of Bsmrstu in the country?Is Bsmrmu public or private?Which is the first digital university in Bangladesh?How much did Bangabandhu Digital University cost?bangabandhu sheikh mujibur rahman science and technology university location,bangabandhu sheikh mujibur rahman digital university,bangabandhu sheikh mujibur rahman university, kishoreganj admission,bangabandhu sheikh mujibur rahman university, kishoreganj admission circular,bangabandhu sheikh mujibur rahman university, kishoreganj total seat,bangabandhu sheikh mujibur rahman science and technology university ranking,kishoreganj university subject list,bangabandhu sheikh mujibur rahman university,কিশোরগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪,Bangabandhu Sheikh Mujibur Rahman University Kishoreganj Job Circular 2024