চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
Chandpur Police Super Office Job Circular 2024
পুলিশ সুপারের কার্যালয়ে ‘অফিস সহায়ক’ পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য ব্যক্তিদের আবেদন করার আহব্বান করা হচ্ছে। আগ্রহীরা আগামি ২১ এপ্রিল ২০২৪ খ্রিঃ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: পুলিশ সুপারের কার্যালয়, চাঁদপুর
পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ০১টি।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৮২৫০-২০০১০/- টাকা।
আবেদন করার পদ্ধতি: পুলিশ সুপার, চাঁদপুর (চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়, খোলঘর, চাঁদপুর) এর ঠিকানায় আবেদন পৌঁছাতে হবে।
আবেদন ফি: প্রার্থীকে উল্লেখিত পদের জন্য প্রত্যেক আবেদনকারীকে বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকে চালানের মাধ্যমে ১০০/- (একশত) টাকা কোড নং- ১৪২২৩২৬ (পরীক্ষা ফি) এ অটোমেটেড চালানে সরকারী কোষাগারে জমা করত: চালানের মূল কপি আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে। নির্ভুল ঠিকানায় সাক্ষাৎকারপত্র ইস্যুর স্বার্থে আবেদনপত্রের সঙ্গে নিজের নাম ও ঠিকানা লিখিত ১০ টাকার ডাকটিকিট লাগানো ১০.৫” x ৪.৫” সাইজের একটি খাম সংযুক্ত করতে হবে। খামের উপরে মোটা অক্ষরে পদের নাম, বিশেষ কোটা (যদি থাকে) এবং বাম পার্শ্বে আবেদনকারীর পূর্ণ নাম, ঠিকানা স্পষ্ট করে উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ২১ এপ্রিল ২০২৪ তারিখ বিকেল ০৫ টা পর্যন্ত আবেদন করা যাবে।
পুলিশ বেসামরিক নিয়োগ ২০২৪,পুলিশ হাসপাতালে নিয়োগ ২০২৪,ডিবি পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪,পুলিশ সুপারের কার্যালয় ঢাকা নিয়োগ ২০২৪,রংপুর পুলিশ সুপারের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি,খাগড়াছড়ি পুলিশ সুপারের কার্যালয় নিয়োগ ২০২৪,সহকারী পুলিশ সুপার,৬৪ জেলার পুলিশ সুপার,বাংলাদেশ পুলিশ সুপারের তালিকা,পুলিশ সুপারের কার্যালয় ফরিদপুর,পুলিশ সুপারের কার্যালয় কুমিল্লা,govt job circular 2024,bangladesh police job circular 2024,bd job circular today,job circular bd,জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪,সরকারি চাকরির খবর ২০২৪,ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিয়োগ,ঢাকা মেট্রোপলিটন পুলিশ থানার নাম,ঢাকা মেট্রোপলিটন পুলিশ থানা কয়টি,ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার কে,ঢাকা মেট্রোপলিটন এলাকা,ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়,পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪,পুলিশ নিয়োগ যোগ্যতা ২০২৪,গোয়েন্দা পুলিশ নিয়োগ ২০২৪,রেলওয়ে পুলিশ নিয়োগ ২০২৪,পুলিশ নিয়োগ ২০২৪ সার্কুলার,ট্রাফিক পুলিশ নিয়োগ ২০২৪,পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৪,বাংলাদেশ পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪,Police Job Circular 2024,বাংলাদেশ পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪,মেট্রোপলিটন পুলিশ নিয়োগ ২০২৪, metropolitan police job circular,police si job circular 2024,metropolitan police in bangladesh,metropolitan circular,www dmp gov bd form,metropolitan jobs 2024,dmp pass,dmp zone list,www dpm gov bd,metropolitan police in bangladesh,dhaka metropolitan police,metropolitan police fc,metropolitan police rank in bangladesh,chittagong metropolitan police,metropolitan police jobs,metropolitan police login,gazipur metropolitan police,bangladesh police constable job circular 2024,police job circular,special branch bangladesh police job circular,bd police job circular 2024,police constable job circular 2024,bangladesh police cid job circular 2024,police super office dhaka,police super list of bangladesh,sp office dhaka location,sp office jhenaidah,dhaka sp name,police super jessore,police super gazipur,bangladesh police headquarters officers list,