পল্লী সঞ্চয় ব্যাংক নিয়োগ ২০২৪
Palli Sanchay Bank job circular 2023

পল্লী সঞ্চয় ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

 Palli Sanchay Bank job circular 2023

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত পল্লী সঞ্চয় ব্যাংক ০২ টি পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য ব্যক্তিদের আবেদন করার আহব্বান করা হচ্ছে। আগ্রহীরা আগামী ১৫ জুলাই ২০২৩ খ্রিঃ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: পল্লী সঞ্চয় ব্যাংক

পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ৪৯২ টি

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

পদের নাম: নিরাপত্তা প্রহরী

পদসংখ্যা: ৭২ টি

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। সুঠাম দেহের অধিকারী হতে হবে। 

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বিশেষ ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।

আবেদন ফি: ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি বাবদ ১০০ টাকা টেলিটক নম্বরের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সূত্র: আগ্রহীরা psb.teletalk.com.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ : ১৫ জুলাই ২০২৩ খ্রিঃ


১. পদের নাম: সিনিয়র প্রিন্সিপাল অফিসার

পদসংখ্যা: ২৪ টি

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর / স্নাতক

অভিজ্ঞতা: ০৮ বছর

বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা

২. পদের নাম: সিস্টেম অ্যানালিস্ট

পদসংখ্যা: ১ টি

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর / স্নাতক

অভিজ্ঞতা: ০৫ বছর

বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা

৩. পদের নাম: প্রিন্সিপাল অফিসার

পদসংখ্যা: ১০১ টি

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর / স্নাতক

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা 

আবেদনের সূত্র: আগ্রহীরা https://erecruitment.bb.org.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদন ফি:সব পদের জন্য আবেদন ফি ২০০ টাকা। ডাচ্‌-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং ‘রকেট’-এর মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১২ জুন ২০২২খ্রি

পল্লী সঞ্চয় ব্যাংক নিয়োগ ২০২৩,পরিবার পরিকল্পনা নিয়োগ ২০২৩ সার্কুলার,পল্লী সঞ্চয় ব্যাংক ক্যাশ সহকারী,পল্লী সঞ্চয় ব্যাংকের বেতন স্কেল,পল্লী সঞ্চয় ব্যাংকে চাকরি,পল্লী সঞ্চয় ব্যাংক সরকারি না বেসরকারি,পল্লী সঞ্চয় ব্যাংক নিয়োগ ২০২২,পল্লী সঞ্চয় ব্যাংক নোটিশ বোর্ড,পল্লী সঞ্চয় ব্যাংক নিয়োগ ২০২৩,পল্লী সঞ্চয় ব্যাংক ঋণ ফরম,পল্লী সঞ্চয় ব্যাংক লোন,পল্লী সঞ্চয় ব্যাংক খবর,palli sanchay bank notice,dhaka wasa job circular 2023,palli sanchay bank salary,private bank job circular 2023,palli sanchay bank cash assistant job circular,national bank job circular 2023,shimanto bank job circular 2023,palli sanchay bank apply online,palli sanchay bank circular,palli sanchay bank application form,palli sanchay bank apply online,palli sanchay bank wikipedia,palli sanchay bank login member registration

সূত্র, বাংলাদেশ প্রতিদিন : ১৪ জুন ২০২৩
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ২০২৪
অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন নিয়োগ ২০২৪
জাজিরা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ নিয়োগ ২০২৪
ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ ২০২৪
ন্যাশনাল পলিমার গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০
বাংলাদেশ তাঁত বোর্ড নিয়োগ ২০২৪
কেমিকো ফার্মাসিউটিক্যালস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০
টেলিটক বাংলাদেশ লিমিটেড নিয়োগ ২০২৪
কর কমিশনারের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪