NOVOAIR Ltd Job Circular 2023
নভোএয়ার লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
বেসরকারি বিমান পরিবহন সংস্থা নভোএয়ার লিমিটেডে ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/সিনিয়র ক্যামো ইঞ্জিনিয়ার’ পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য ব্যক্তিদের আবেদন করার আহব্বান করা হচ্ছে। আগ্রহীরা আগামি ২০ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আরও পড়ুন: নৌবাহিনীর বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠানের নাম: নভোএয়ার লিমিটেড
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/সিনিয়র ক্যামো ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: ব্যাচেলর ইন ইঞ্জিনিয়ারিং (অ্যারোনটিক্যাল)/ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (অ্যারোনটিক্যাল)
অভিজ্ঞতা: ০৩ বছর
বেতন স্কেল: আলোচনা সাপেক্ষে
চাকরি: ফুল টাইম
প্রার্থী: নারী-পুরুষ
বয়স: ২২-৩০ বছর
কর্মস্থল: ঢাকা (শাহজালাল বিমানবন্দর)
আবেদনের সূত্র: আগ্রহীরা jobs.bdjobs.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ২০ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ
সাম্প্রতিক মন্তব্য
#মো বেলাল
আমি মো বেলাল আমার বাড়ি বরগুনা জেলা ঢাকায় থাকি আমি । লেখাপড়া ইন্টার পাশ পেশাদার ড্রাইভিং হালকা লাইসেস আছে পাসপোর্ট আছে লাইসেন্স আছে প্রাইভেট কার চালানো তিন বছর অভিজ্ঞতা আছে ঢাকা বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে জব করছি আমি জেএসসি অপারেটরের চাকরি করতে চাই আপনাদের কোম্পানিতে চাকরি করতে চাই#মোহাম্মদ আবদুল মান্নান
আমি নভোএয়ারের একজন কর্মী হতে চাই ? আমার শিক্ষাগত যোগ্যতা বিএ পাস । যদি পাসপোর্ট চেকার এর একটি চাকরি পায় তাহলে আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করবো ।#মোঃ এরশাদ আলী
আমি একজন রেগুলার স্টুডেন্ট ,আমার একটা চাকরি খুবই প্রয়োজন , আমি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং লাইনে লেখাপড়া করতেছি , আরেকটি কথা না বললেই নয় আমি পাশাপাশি ইলেকট্রিক কাজও জানি ,এই যে বিনীত নিবেদন ,আমি আপনার প্রতিষ্ঠানে একটা চাকরি পেলে আমার জন্য খুবই উপকার হতো ।#Sadiya Akter
Ami air hostess job korte Chai,I am interested to be a air hostess#Monalisa
Ami Air hostess job korte chai i am interested to be a Air hostess.