payra bondor job circular 2023
পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
পায়রা বন্দর বাংলাদেশের তৃতীয় বন্দর। এটি একটি স্বশাসিত বন্দর কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত। পটুয়াখালী, বাংলাদেশে এটির সদরদপ্তর অবস্থিত। পটুয়াখালী পায়রা বন্দর কর্তৃপক্ষে ০৬টি পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য ব্যক্তিদের আবেদন করার আহব্বান করা হচ্ছে। আগ্রহীরা আগামী ৩০ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: পায়রা বন্দর কর্তৃপক্ষ
১. পদের নাম: সহকারী পরিচালক (এস্টেট)
পদসংখ্যা: ১ টি
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রিসহ এলএলবি ডিগ্রি অথবা এলএলএম ডিগ্রি।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর। তবে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা বেসরকারি সংস্থায় সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়স আরও ৫ বছর শিথিলযোগ্য।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
২. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (সিভিল)
পদসংখ্যা: ১ টি
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
৩. পদের নাম: নিরাপত্তা কর্মকর্তা
পদসংখ্যা: ১ টি
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৫ ইঞ্চি। বুকের মাপ স্বাভাবিক কমপক্ষে ৩০ ইঞ্চি, প্রসারণ কমপক্ষে ৩২ ইঞ্চি। বর্ণান্ধ হতে পারবে না; রক্তচাপ স্বাভাবিক। দীর্ঘস্থায়ী অথবা সংক্রামক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে থাকলে অযোগ্য বিবেচিত হবে। হেপাটাইটিস ‘বি’ নিগেটিভ হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: অনূর্ধ্ব ৪০ বছর।
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)
আরও পড়ুন: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার নিয়োগ বিজ্ঞপ্তি
৪. পদের নাম: ট্রাফিক ইন্সপেক্টর
পদসংখ্যা: ১ টি
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ও বাংলা টাইপিংয়ে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: অনূর্ধ্ব ৪০ বছর।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
৫. পদের নাম: ল্যান্ড সার্ভেয়ার
পদসংখ্যা: ২ টি
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে সার্ভে ফাইনাল সার্টিফিকেট অথবা ডিপ্লোমা ইন সার্ভে টেকনোলজি ডিগ্রি।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
আরও পড়ুন: ইউজিসি নিয়োগ বিজ্ঞপ্তি
৬. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ১ টি
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস বা জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমান পাস। সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
কর্মস্থল: পটুয়াখালী
আবেদনের সূত্র: আগ্রহীরা ppa.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ১ নং পদের জন্য ৬৬৯ টাকা, ২ নং পদের জন্য ৫৫৮ টাকা, ৩ নং পদের জন্য ৩৩৫ টাকা, ৪-৫ নং পদের জন্য ২২৩ টাকা, ৬ নং পদের জন্য ১১২ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদন শুরু তারিখ: ১৭ ডিসেম্বর ২০২৩ তারিখ সকাল ১০টা থেকে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ৩০ ডিসেম্বর ২০২৩ তারিখ বিকেল ০৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।