সেনাবাহিনীর ডিএসএসসি কোর্সে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪-Army DSSC Course  Job Circular 2024
Bangladesh Army Job Circular 2024

বাংলাদেশ সেনাবাহিনীতে ৮৩ তম ডিএসএসসি (এএমসি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

Bangladesh Army 83st DSSC (AMC) Job Circular 2024

বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর স্থল শাখা। এটি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্ববৃহৎ শাখা। সেনাবাহিনীর প্রাথমিক দায়িত্ব হচ্ছে বাংলাদেশের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা সহ সব ধরনের নিরাপত্তা ও প্রতিরক্ষা সহায়তায় প্রয়োজনীয় শক্তি ও জনবল সরবরাহ করা। বাংলাদেশ সেনাবাহিনীতে ‘৮৩তম ডিএসএসসি (এএমসি) এবং ৬৯তম ডিএসএসসি (এডিসি)’ পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য ব্যক্তিদের আবেদন করার আহব্বান করা হচ্ছে। আগ্রহীরা আগামি ২৪ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিঃ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী

পদের নাম: ৮৩তম ডিএসএসসি (এএমসি) এবং ৬৯তম ডিএসএসসি (এডিসি)

পদসংখ্যা: নির্ধাতি নয়

শিক্ষাগত যোগ্যতা:

ক. আর্মি মেডিকেল কোর (পুরুষ-মহিলা) এর জন্য

১। এমবিবিএস ডিগ্রী (সরকার কর্তৃক স্বীকৃত মেডিকেল কলেজ হতে)

২। ইন্টার্নশীপ সম্পন্নকারী

৩। উচ্চ মাধ্যমিক:

(ক) জাতীয় মাধ্যম: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষায় জিপিএ ৫.০০ পেয়ে উত্তীর্ণ।

(খ) ইংরেজী মাধ্যম: ‌‌‌‌‌‌‌‌‌‌'এ' লেভেলে ২ টি বিষয়েই ১টিতে 'এ' গ্রেড ও ১টিতে 'বি' গ্রেড পেয়ে উত্তীর্ণ।

৪। মাধ্যমিক:

(ক) জাতীয় মাধ্যম: মাধ্যমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষায় জিপিএ ৫.০০ পেয়ে উত্তীর্ণ।

(খ) ইংরেজী মাধ্যম: ‌‌‌‌‌‌‌‌‌‌'ও' লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে 'এ' গ্রেড, ৩টিতে 'বি' গ্রেড পেয়ে উত্তীর্ণ।

খ. আর্মি ডেন্টাল কোর (পুরুষ-মহিলা) এর জন্য

১। বিডিএস ডিগ্রী (সরকার কর্তৃক স্বীকৃত মেডিকেল/ডেন্টাল কলেজ হতে)

২। ইন্টার্নশীপ সম্পন্নকারী

৩। উচ্চ মাধ্যমিক:

(ক) জাতীয় মাধ্যম: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষায় জিপিএ ৫.০০ পেয়ে উত্তীর্ণ।

(খ) ইংরেজী মাধ্যম: ‌‌‌‌‌‌‌‌‌‌'এ' লেভেলে ২ টি বিষয়েই ১টিতে 'এ' গ্রেড ও ১টিতে 'বি' গ্রেড পেয়ে উত্তীর্ণ।

৪। মাধ্যমিক:

(ক) জাতীয় মাধ্যম: মাধ্যমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষায় জিপিএ ৫.০০ পেয়ে উত্তীর্ণ।

(খ) ইংরেজী মাধ্যম: ‌‌‌‌‌‌‌‌‌‌'ও' লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে 'এ' গ্রেড, ৩টিতে 'বি' গ্রেড পেয়ে উত্তীর্ণ।

বয়স: ০১ জুলাই ২০২৪ তারিখে অনুর্ধ্ব ২৮ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)

শারীরিক যোগ্যতা:

পুরুষ: উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি

ওজন: ৫৭ কিলোগ্রাম (১২৬ পাউন্ড)

বুক: স্বাভাবিক ৩০ ইঞ্চি, স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি।

মহিলা: উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি

ওজন: ৪৯ কিলোগ্রাম (১০৯ পাউন্ড)

বুকের মাপ: স্বাভাবিক ২৮ ইঞ্চি, স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি 

জাতীয়তা: বাংলাদেশী।

বৈবাহিক অবস্থা:

ক। পুরুষ: অবিবাহিত। তবে ০১ জুলাই ২০২৪ তারিখে যাদের বয়স ২৬ বছরের উপরে হবে সে সকল বিবাহিত পুরুষ আবেদন করতে পারবে।

খ। মহিলা: অবিবাহিতা/বিবাহিতা

আবেদন ফি: আবেদন ফি ও অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বমোট: ২০০০/-(দুই হাজার) টাকা (অফেরতযোগ্য)

নির্বাচন পদ্ধতি:

১। লিখিত পরীক্ষা: লিখিত পরীক্ষা (পেশাগত বিষয়ে ১০০ নম্বর) আগামী ০১ মার্চ ২০২৪ তারিখ ০৯০০ ঘটিকায় শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনম্যান্ট কলেজ, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতঃ প্রার্থীরা কল-আপ লেটার প্রিন্ট করে নিবেন এবং পরীক্ষার সময় কল-আপ লেটার সাথে বহন করবেন। লিখিত পরীক্ষার ফলাফল এপ্রিল ২০২৪ মাসের ১ম সপ্তাহে ওয়েবসাইট ও এসএমএস/টেলিফোনের মাধ্যমে জানানো হবে।

২। প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা আগামী ২১ এপ্রিল ২০২৪ হতে ৩০ এপ্রিল ২০২৪ তারিখ পযন্ত ডিজিএমএস অফিস, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার সময় সকল পরীক্ষা সার্টিফিকেট ও মার্কসীটের মূলকপি (এসএসসি/ও লেভেল, এইচএসসি/এ লেভেল, এমবিবিএস/বিডিএস, ইন্টার্ণশীপ, বিএমএন্ডডিসি রেজিস্ট্রেশন কার্ড, এফসিপিএস পার্ট-১ যদি থাকে এবং কল-আপ লেটার) প্রদর্শন করতে হবে, অন্যথায় অযোগ্য বলে বিবেচিত হবেন।

৩। আইএসএসবি পরীক্ষা: লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ঢাকা সেনানিবাসে অবস্থিত আইএসএসবি এর নিকট পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। পরীক্ষা/সাক্ষাৎকারের তারিখ আইএসএসবি’র ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এই পরীক্ষা চার দিনে সম্পন্ন হবে এবং যাবতীয় ব্যয় সরকার কর্তৃক বহন করা হবে।

৪। চুড়ান্ত নির্বাচন এবং যোগদান নির্দেশনা প্রদান: উপরোক্ত সকল পরীক্ষায় যোগ্যতা অর্জন সাপেক্ষে শুন্যাসনের অনুকূলে মেধাক্রম অনুযায়ী প্রার্থীদের সেনাবাহিনী সদর দপ্তর, এ্যাডজুটেন্ট জেনারেল শাখা, পার্সোনেল এ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর কর্তৃক চুড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা এবং যোগদান নির্দেশিকা প্রদান করা হবে।

৫। আইএসএসবি গ্রীণ কার্ডের মেয়াদ ০১ বছর (৩৬৫ দিন) বলবৎ থাকবে।

আবেদনের সূত্র: আগ্রহীরা joinbangladesharmy.army.mil.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ২৪ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিঃ


সূত্র: ইত্তেফাক, ১৯ জানুয়ারি ২০২৪
এনসিসি ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাষ্ট নিয়োগ ২০২৪
রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩-Rajshahi DC Office Job ২০২৪
যশোর পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
সিটি গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
এনা গ্রুপ নিয়োগ ২০২৪
স্থানীয় সরকার বিভাগ নিয়োগ ২০২৪
কাস্টম হাউস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩-Custom House Job ২০২৪