
Top 10 perfumes for men
পুরুষদের জন্য সেরা ১০টি পারফিউম
এই গরমে, পরুষদের জন্য সবচেয়ে প্রয়োজনীয় প্রসাধনী হলো পারফিউম। গরমে ঘামের দুর্গন্ধ থেকে বাঁচতে পারফিউমের বিকল্প নেই। সাধারণত পারফিউমের সুগন্ধি ব্যবহারের পরিমাণ বেশি থাকে। যার ফলে এটি দিনে একবার ব্যবহারে সারাদিন দুর্গন্ধমুক্ত থাকা যায়।
তাই পারফিউম ক্রয়ের সময় ক্রেতাদের মনে অনেক প্রশ্ন উকি মারে। এমন পরিস্থিতিতে দেখে নিন ভালো কিছু পারফিউমের নাম-
১.DAVIDOFF COOL WATER For Men (ডেভিডফ কুল ওয়াটার ফর মেন)
বাংলাদেশে অসম্ভব পপুলার ‘ভালো’ ‘ছেলেদের সেন্ট’ বলতে এখনও মানুষ এই ডেভিডফ কুল ওয়াটার-কেই বোঝে! বুঝতেই পারছেন কতটা পপুলার, তা ইউনিক হবে এটা ভাবলে ভুল করবেন। ওপেনিং খুবই ফ্রেশ মিনটি অ্যাকুয়াটিক নোটস দিয়ে হবে, ১ ঘণ্টা পর হালকা ফ্রেশ ওয়াটার, স্পাইসি নোটস থাকবে।
দাম: ১২৫ মিলি ওডি টয়লেটের প্রাইস প্রায় ৩৫০০ টাকার মতো পড়বে।
২. Paco Rabanne 1 Million For Men (পাকো রাবান ওয়ান মিলিয়ন ফর মেন)
দাম: ১০০ মিলির দাম পড়বে ৬০০০ এর মতো। মোটামুটি বাজেটের এই পারফিউম ঢাকার বিভিন্ন পারফিউম শপে স্টক করা হয়। অরিজিনাল স্মেল টেস্ট করা ও কালেক্ট করা তেমন টাফ হবে না।
৩.Paco Rabanne Invictus Aqua For Men (পাকো রাবান ইনভিকটাস আকুয়া ফর মেন)
দাম: ১০০ মিলির দাম পড়বে ১০০০০ এর মতো। অরিজিনাল ইনভিকটাস কোলনের পরবর্তী সংস্করণ ‘ইনভিকটাস অ্যাকুয়া’ অরিজিনাল থেকে অনেক অনেক বেটার প্রোফাইল এবং পারফরম্যান্স-এর সমন্বয়।
৪. JEAN PAUL GAULTIER LE’MALE For Men (জো পল গোটিয়ে লা’মেল ফর মেন)
দাম: ৭৫ মিলির দাম প্রায় ৮-৯ হাজারের মতো পড়বে। এই ক্ল্যাসিক কোলন সর্বকালের বেস্ট সেলার মেন’স ফ্র্যাগর্যান্স লিস্ট-এ পার্মানেন্ট স্পট ধরে রেখেছে বহু বছর ধরে।
৫.Dior Sauvage
দাম ১৫০ মিলির মূল্য ২৯৮০টাকা। ছেলেদের পছন্দের পারফিউম গুলোর মধ্য েএটি অন্যতম।
৬.Christian Dior, Dior Homme For Men (ডিওর হোম ফর মেন বাই ক্রিসচিয়ান ডিওর)
দাম: ১০০ মিলির দাম পড়বে প্রায় ৮০০০ এর মতো। এটাও বেস্ট সেলিং মেনস ফ্রাগর্যান্স-এর এক লিজেন্ড।
৭.SPICEBOMB VIKTOR & ROLF For Men (স্পাইসবম্ব, ভিক্টর অ্যান্ড রলফ, ফর মেন)
দাম: ৩০ মিলির দাম পড়বে ৬০০০ এর মতো। আর ১০০ মিলি বোতলের জন্য ১২০০০ এর মতো লাগবে। এটাও বিশ্ববিখ্যাত বেশ হাই অ্যান্ড একটা ক্ল্যাসিক লাক্সারি কোলন।
৮. VERSACE EROS For Men (ভারসাচি ইরস ফর মেন)
দাম: ৩০ মিলির ৫০০০/- এবং ১০০ মিলির জন্য ৮০০০/- টাকার মতো পড়বে।
৯. Yves Saint Laurent La Nuit De L’Homme cologne (ইভ সেন লরান লা নুই ডে’অম)
দাম: শুরুটা একটু ভালো দাম দিয়েই করি। ৬০ মিলির দাম ৫১ পাউন্ড আর ১০০ মিলির দাম ৬৫-৭০ পাউন্ড-এর মতো হবে, অর্থাৎ টাকায় ৭০০০- ৯০০০/- টাকা ম্যাক্সিমাম। সেলে কিনলে অবভিয়াসলি আরও কমে পাবেন।
১০.NAUTICA VOYAGE Nautica for men (নটিকা ভয়েজ নটিকা ফর মেন)
সেন্ট প্রোফাইল নিয়ে নতুন করে কিছু বলার নেই। এটা একটা বেসিক মেনস কোলন যেটা ফ্রেশ লেমনি, একুয়াটিক নোটসে ভরপুর। আর বডি স্প্রে+ডিওডোরেন্ট ব্র্যান্ড-গুলো এই একই নটিকা সেন্ট এতবার কপি করেছে যে একেবারে তুলোধুনো হয়ে গেছে এর ইউনিকনেস-এর! কিন্তু অরিজিনাল-এর কাছাকাছি কেউ এখনও আসতে পারে নি। সুতরাং, কমদামে ক্ল্যাসিক অ্যাকুয়াটিক কোলন ট্রাই করতে চাইলে একে একটা চান্স দিতে পারেন।
দাম: ১০০ মিলির দাম পড়বে ২৫০০-৩০০০ টাকা।