অ্যাপল আইফোন ১৩ – Apple iPhone 13
সেরা স্মার্টফোন এর তালিকায় সদ্য মুক্তি পাওয়া আইফোন ১৩ থাকবেনা, তা কি করে হয়। নতুন এ১৫ বায়োনিক চিপ এর কল্যাণে আইফোন ১৩ তে। অপেক্ষাকৃত ছোট নচ ও নতুন ক্যামেরা প্লেসমেন্টের মাধ্যমে গতবছরের আইফোনের চেয়ে বেশ রিফ্রেশিং লুক নজরে আসবে এই বছরের আইফোন ১৩ তে।আইফোন ১৩ তে ডিজাইনের পাশাপাশি উন্নতি এসেছে ব্যাটারি লাইফে। পূর্ববর্তী আইফোন ১২ মডেল থেকে প্রায় ২.৫ঘন্টা অধিক ব্যাটারি ব্যাকাপ নিয়ে আইফোন ১৩ খুব সহজেই আমাদের বিশ্বের সেরা স্মার্টফোন এর তালিকায় স্থান করে নিয়েছে।আইফোন ১৩ এর ক্যামেরাতেও এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। আইফোন ১৩ তে সেন্সর শিফট স্ট্যাবিলাইজেশন যুক্ত হওয়ার ফলে ভিডিও রেকর্ডিং হবে অধিক স্মুথ। এছাড়াও এবারের আইফোনের বেস স্টোরেজ ৬৪জিবি থেকে বাড়িয়ে ১২৮জিবি করেছে অ্যাপল।নতুন আইফোনের হাত ধরে দাম কমেছে বিগতবছরে সেরার তালিকায় থাকা আইফোন ১২ সিরিজের ফোনগুলোর। তাই যারা কিছুটা সাশ্রয়ী দামে একই আইফোন এক্সপেরিয়েন্স উপভোগ করতে চান, তাদের জন্য আইফোন ১২ সিরিজ পছন্দের তালিকায় থাকবে।
আইফোন ১৩ এর স্পেসিফিকেশন
ডিসপ্লে | ৬.১ইঞ্চি |
প্রসেসর | এ১৫ বায়োনিক |
মেইন ক্যামেরা | ১২মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা |
ফ্রন্ট ক্যামেরা | ১২মেগাপিক্সেল |
র্যাম | ৪জিবি |
স্টোরেজ | ১২৮জিবি/২৫৬জিবি/৫১২জিবি |
ব্যাটারি | ৩২৪০মিলিএম্প |
দাম | ৬৮৫০০ টাকা |