
best camera phone 2022
সেরা ক্যামেরা ফোন ২০২২
আজকের দিনে যে সমস্ত স্মার্টফোন আমাদের হাতে হাতে ঘুরছে বা আমরা যেসব সুবিধা উপভোগ করছি স্মার্টফোনগুলোর মাধ্যমে, কিছু বছর আগেও এসব অকল্পনীয় ছিল। একটা দীর্ঘসময় ধরে আমরা বেশ ভারী ওজন, বড় বেজেল, ছোট স্ক্রিনের মোবাইলফোন ব্যবহারে অভ্যস্ত ছিলাম। এর প্রায় দুই দশক পরে প্রযুক্তির বিবর্তনের মাধ্যমে আমাদের হাতে এসে পৌঁছেছে উন্নত হার্ডওয়্যার এবং সফটওয়্যার সম্বলিত আজকের মোবাইল ফোন।
এছাড়াও ৫জি প্রযুক্তি টেক দুনিয়ার দরজায় কড়া নাড়ছে। যা কিনা আমাদের আরও দ্রুততর নেটওয়ার্কিং সুবিধা দিতে সক্ষম হবে। আর এই সুযোগকে কাজে লাগিয়েই মুঠোফোন নির্মাতারা বাজারে নিয়ে আসছে ৫জি সুবিধা সম্বলিত স্মার্টফোন। চলুন দেখে নেওয়া যাক, ২০২২ সালে নতুন কী কী ফিচার নিয়ে বাজারে আসছে এ সমস্ত নতুন মোবাইল ফোন।
অ্যাপল আইফোন ১৩ – Apple iPhone 13
অপো ফাইন্ড এক্স৩ প্রো – Oppo Find X3 Pro
তিনটি মেইন ক্যামেরা লেন্সের পাশাপাশি অপো ফাইন্ড এক্স৩ প্রো এর ক্যামেরাতে রয়েছে অ্যাম্বিয়েন্ট লাইট ও ফ্লিকার ডিটেকশন সিস্টেম যা এর ক্যামেরাকে করেছে দিন বা রাত, যেকোনো সময়ে অসাধারণ ছবি তোলার উপযোগী। ফটোর পাশাপাশি অপো ফাইন্ড এক্স ৩ প্রো ফোনটির ক্যামেরা অসাধারণ স্ট্যাবিলাইজেশন ও ফাস্ট অটো ফোকাস এর কারণে ভিডিও ডিপার্টমেন্টেও চমৎকার ফলাফল দিতে সক্ষম।
অপো ফাইন্ড এক্স৩ প্রো এর স্পেসিফিকেশন
ডিসপ্লে | ৬.৭ইঞ্চি / অ্যামোলেড |
প্রসেসর | স্ন্যাপড্রাগন ৮৮৮ |
র্যাম | ৮জিবি / ১২জিবি / ১৬জিবি |
স্টোরেজ | ২৫৬জিবি / ৫১২জিবি |
মেইন ক্যামেরা | ৫০মেগাপিক্সেল মেইন শুটার ১৩মেগাপিক্সেল টেলিফটো ৫০মেগাপিক্সেল আলট্রাওয়াইড ৩মেগাপিক্সেল মাইক্রোস্কোপিক |
ফ্রন্ট ক্যামেরা | ৩২মেগাপিক্সেল |
ব্যাটারি | ৪৫০০মিলিএম্প |
সফটওয়্যার | কালার ওএস ১১ |
দাম | ১,০৯,০০০টাকা |
ওয়ানপ্লাস নর্ড ২ ৫জি-oneplus nord 2 5g price in bangladesh
গুগল পিক্সেল ৫ – Google Pixel 5
গুগল এর পিক্সেল স্মার্টফোন লাইন-আপের মূল আকর্ষণই ছিলো এর নজরকাড়া ক্যামেরা কোয়ালিটি। বিগত বছরগুলোতেই অপেক্ষাকৃত দূর্বল ফিচার ও স্পেসিফিকেশন থাকার পরেও শুধুমাত্র “মাথনষ্ট করে দেওয়ার মতো” ক্যামেরা কোয়ালিটি দিয়েই বেশ করে বিক্রি হয়েছে গুগল এর পিক্সেল লাইন-আপ এর ফোনগুলি। এই ধারা অব্যহত রেখে আমাদের সেরা ক্যামেরা স্মার্টফোন এর তালিকায় জায়গা করে নিয়েছে গুগল পিক্সেল ৫ ফোনটি৷
গুগল পিক্সেল ৫ এর স্পেসিফিকেশন
ডিসপ্লে | ৬ইঞ্চি / ওলেড |
প্রসেসর | স্ন্যাপড্রাগুন ৭৬৫জি |
র্যাম | ৮জিবি |
স্টোরেজ | ১২৮জিবি |
মেইন ক্যামেরা | ১২.২মেগাপিক্সেল মেইন শুটার ১৬মেগাপিক্সেল আলট্রাওয়াইড |
ফ্রন্ট ক্যামেরা | ৮মেগাপিক্সেল |
ব্যাটারি | ৪০৮০এমএএইচ |
সফটওয়্যার | অ্যান্ড্রয়েড |
দাম | ৬৯,০০০টাকা |
হুয়াওয়ে পি৫০ প্রো – Huawei P50 Pro
সনি এক্সপেরিয়া ১ মার্ক ৩ – Sony Xperia 1 III
ডিজিটাল ও ডিএসএলআর ক্যামেরা নির্মাণকারী কোম্পানি হিসেবে এতোদিন সনির নামডাক থাকলেও স্মার্টফোন এর ক্যামেরা ডিপার্টমেন্টেও তাদের দক্ষতা দেখাতে সক্ষম হয়েছে স্বনামধন্য এই ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠানটি।
কোয়াড ক্যামেরা সেটাপের ফোন, সনি এক্সপেরিয়া ১ মার্ক ৩ এর ক্যামেরাকে আলাদা মাত্রা দিতে যোগ হয়েছে জাইস অপটিকস (Zeiss Optics), জাইস টি* লেন্স কোটিং ও ০.৩ মেগাপিক্সেল ৩ডি টাইম-অফ-ফ্লাইট (TOF) সেন্সর, এইচডিআর, ইত্যাদি প্রযুক্তি। ফোনটির কিছুটা অদ্ভুত দেখতে ২১ঃ৯ স্ক্রিন রেশিও মূলত ক্যামেরা ফোন এর প্রতিকস্বরুপ।
সনি এক্সপেরিয়া ১ মার্ক ৩ এর স্পেসিফিকেশন
ডিসপ্লে | ৬.৫ইঞ্চি / ওলেড |
প্রসেসর | স্ন্যাপড্রাগন ৮৮৮ |
র্যাম | ১২জিবি |
স্টোরেজ | ২৫৬জিবি / ৫১২জিবি |
মেইন ক্যামেরা | ১২মেগাপিক্সেল মেইন শুটার ১২মেগাপিক্সেল টেলিফটো ১২মেগাপিক্সেল আলট্রাওয়াইড |
ফ্রন্ট ক্যামেরা | ৮মেগাপিক্সেল |
ব্যাটারি | ৪৫০০এমএএইচ |
সফটওয়্যার | অ্যান্ড্রয়েড ১১ |
দাম | ১,১৫,০০০টাকা |
গ্যালাক্সি জেড ফোল্ড ৩-Galaxy Z Fold3 5G
ওয়ানপ্লাস ৯ প্রো – OnePlus 9 Pro
ওয়ানপ্লাস ৯ প্রো ফোনটির মাধ্যমে সেরা স্মার্টফোনের কাতারে বেশ সহজেই নিজেদের স্থান দখল করে নিয়েছে ওয়ানপ্লাস। হ্যাসেলব্লেড-টিউনড ক্যামেরার কল্যাণে ওয়ানপ্লাস ৯ প্রো এর ক্যামেরাও তালিকার অন্যসব ফোনের ক্যামেরার সাথে টক্কর দিবে সমানে।ফাস্ট ওয়্যারলেস চার্জিং এর পাশাপাশি অসাধারণ দেখতে কিউএইচডি ডিসপ্লে ও ১২০হার্জ রিফ্রেশ রেট মিলিয়ে অস্থির একটি স্মার্টফোন প্যাকেজে পরিণত হয়েছে ওয়ানপ্লাস ৯ প্রো।
ওয়ানপ্লাস ৯ প্রো এর স্পেসিফিকেশন
ডিসপ্লে | ৬.৭ইঞ্চি |
প্রসেসর | স্ন্যাপড্রাগন ৮৮৮ |
মেইন ক্যামেরা | ৫০মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা |
ফ্রন্ট ক্যামেরা | ১৬মেগাপিক্সেল |
র্যাম | ৮জিবি/১২জিবি |
স্টোরেজ | ১২৮জিবি/২৫৬জিবি |
ব্যাটারি | ৪৫০০মিলিএম্প |
দাম | ৬৪,৯৯৯ টাকা |
শাওমি এমআই ১১ লাইট-mi 11 lite price in bangladesh
স্যামসাং গ্যালাক্সি এস২১ আলট্রা – Samsung Galax S21 Ultra
স্যামসাং প্রতিবছরই তাদের ফ্ল্যাগশিপ ফোনগুলো বাজারে এনে স্মার্টফোন ক্যামেরা ইন্ডাস্ট্রিতে নতুন স্ট্যান্ডার্ড সেট করে। এই বছরের ধামাকার অংশ ছিলো স্যামসাং গ্যালাক্সি এস২১ আলট্রা ফোনটি। রাত হোক কিংবা দিন, ফটো হোক কিংবা ভিডিও, যেকোনো ক্ষেত্রেই অনবদ্য ক্যামেরা পারফরম্যান্স প্রদান করে আমাদের সেরা ক্যামেরা ফোন এর তালিকা চিনিয়ে নিয়েছে স্যামসাং গ্যালাক্সি এস২১ আলট্রা ফোনটি।
ফোনটির চারটি অসাধারণ মেইন ক্যামেরা যেকোনো চ্যালেঞ্জিং পরিস্থিতেও কোনো সমস্যা ছাড়াই খুব ভালো ফলাফল প্রদানে সক্ষম। সুপার-ফাস্ট অটো ফোকাস, অসাধারণ ভিডিও ট্র্যাকিং ও গিম্বল এর মতো ভিডিও স্ট্যাবিলাইজেশন, ইত্যাদি ফিচার, ভিডিও ডিপার্টমেন্টেও স্যামসাং গ্যালাক্সি এস২১ আলট্রাকে অন্যদের চেয়ে শীর্ষস্থানে থাকার সুযোগ করে দিয়েছে।
স্যামসাং গ্যালাক্সি এস২১ আলট্রা এর স্পেসিফিকেশন
ডিসপ্লে | ৬.৮ইঞ্চি / ডায়নামিক অ্যামোলেড ২এক্স |
প্রসেসর | স্ন্যাপড্রাগন ৮৮৮ |
র্যাম | ১২জিবি / ১৬ জিবি |
স্টোরেজ | ১২৮জিবি / ২৫৬জিবি / ১৬ জিবি |
মেইন ক্যামেরা | ১০৮মেগাপিক্সেল মেইন শুটার ১০মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ১০মেগাপিক্সেল টেলিফটো ১২ মেগাপিক্সেল আলট্রাওয়াইড |
ফ্রন্ট ক্যামেরা | ৪০মেগাপিক্সেল |
ব্যাটারি | ৫০০০মিলিএম্প |
সফটওয়্যার | ওয়ান ইউআই ৩ |
দাম | ১,১৯,৯৯৯টাকা |