দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৩-Drutojan Express Train ২০২৪
Drutojan Express Train Schedule

দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৩-Drutojan Express Train Schedule 2023

দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি ট্রেন নাম্বার ৭৫৭/৭৫৮ । দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে পঞ্চগড় রোডে খুবই জনপ্রিয়তা পেয়েছে। এটি দ্রুতগতিসম্পন্ন ও বিলাসবহুল একটি ট্রেন। দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ভ্রমণ দূরত্ব ৫২৬ কিলোমিটার অর্থাৎ ৩২৭ মাইল। এটি বাংলাদেশ রেলওয়ের এর অধীনে চলাচল করে থাকে।

ঢাকা থেকে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

ঢাকা-দিনাজপুর রুটে সপ্তাহে ছয় দিন দ্রুতজান এক্সপ্রেস চলাচল করে। দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের কোড হল 757। এটি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাত 8.10 টায় ছেড়ে যায় এবং রুহিয়া রেলওয়ে স্টেশন, পঞ্চগড় সকাল 6.45 টায় পৌঁছায়। দ্রুতযান এক্সপ্রেস ট্রেন বন্ধের দিন বুধবার।

পঞ্চগড় থেকে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

পঞ্চগড় থেকে ঢাকা, দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের নম্বর 758। এটি রুহিয়া রেলওয়ে স্টেশন, পঞ্চগড় থেকে সকাল 9.15 টায় ছেড়ে যায় এবং কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছায় সন্ধ্যা 6.10 টায়। দ্রুতযান এক্সপ্রেস ট্রেন বন্ধের দিনও বুধবার।

দ্রুতযান এক্সপ্রেস ঢাকা থেকে পঞ্চগড় সময় এবং পঞ্চগড় থেকে ঢাকা সময়সূচী নীচে দেওয়া হল-

স্টেশনের নাম
ছাড়ায় সময়
পৌছানোর সময়
ছুটির দিন
ঢাকা টু পঞ্চগড়
রাত 8.10
সকাল 6.45
বুধবার
পঞ্চগড় টু ঢাকা
সকাল 9.15
সন্ধ্যা 6.10
বুধবার

দ্রুতযান এক্সপ্রেস ট্রেন স্টপেজ স্টেশন

ঢাকা থেকে পঞ্চগড় রেল পথে অনেকগুলো ট্রেন স্টেশনে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি কে বিরতি নিতে হয়। তাই আমরা আপনাদের সুবিধার্থে ঢাকা থেকে পঞ্চগড় বিরতি স্টেশন গুলো তুলে ধরা হলো-

বিমানবন্দর স্টেশন

জয়দেবপুরে

যমুনা ব্রিজের পূর্বদিকে

যমুনা ব্রিজের পশ্চিমে

ইশ্বরদী বাইপাস

নাটোর

সান্তাহার

আক্কেলপুর

জয়পুরহাট

পাঁচবিবি

বিরামপুর

ফুলবাড়ি

পার্বতীপুর

চিরিবন্দর

দিনাজপুর

সেতাবগঞ্জ

পীরগঞ্জ

ঠাকুরগাঁও

রুহিলা

পঞ্চগড়

দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা

দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি 6 ধরনের সিট রয়েছে এবং বিভিন্ন সিটের ভাড়া বিভিন্ন প্রকার রয়েছে. আমরা প্রতিটি সিটের ভাড়া এখানে তুলে ধরেছি যাতে আপনি সহজে টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কিনতে পারেন. এখানে নিচে ভাড়ার তালিকা প্রদান করেছি এবং চিত্রের সাহায্যে বুঝিয়ে দিয়েছি।

আসনটিকেটের মূল্য
শোভন
৪৬৫ টাকা
শোভন চেয়ার
৫৬৫ টাকা
প্রথম সিট
৬২০ টাকা
প্রথম বার্থ
৮৭০ টাকা
স্নিগ্ধা
৭৭৫ টাকা
এসি সিট
৮৭০ টাকা
এসি বার্থ
১৩০৫ টাকা

অনলাইনে টিকেট কাটার নিয়ম

ই-টিকিটিং সিস্টেমে টিকেট কেনার নতুন পদ্ধতি সম্পর্কে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সেক্ষেত্রে রেলওয়ের ওয়েবসাইটে একবার রেজিস্ট্রেশন করলেই চলবে। 

রেজিস্ট্রেশন প্রক্রিয়া

টিকিট কাটতে অবশ্যই একবার যাত্রীদের রেজিস্ট্রেশন করতে হবে। সে জন্য প্রথমে www.eticket.railway.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

সেখানে ওয়েবসাইটটির নিচের দিকে Registration বাটনে ক্লিক করতে হবে। এরপর Create an Account নামের নতুন একটি Page আসবে। এখানে Personal Information এর সংশ্লিষ্ট ঘরগুলো প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করে Security code ঘরের পাশে দেখানো Security Code দিয়ে পূরণ করে Register বাটনে ক্লিক করতে হবে।

সব তথ্য সঠিক থাকলে Registration Successful নামে নতুন একটি Page আসবে।

ই-টিকেটিং সিস্টেম থেকে তাৎক্ষণিকভাবে আপনার দেয়া ই-মেইলে Bangladesh Railway থেকে একটি মেইল পাঠানো হবে।

Bangladesh Railway থেকে আসা মেইলটি খুলে সেখানে মেসেজে থাকা Click লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর যাত্রীর Registration সম্পন্ন হবে।

টিকিট কাটার প্রক্রিয়া

রেজিস্ট্রেশন শেষ হওয়ার পর যাত্রীরা টিকিট কাটতে পারবেন। এ জন্য তাকে প্রথমে www.eticket.railway.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

সেখানে থাকা Log in প্যানেলে ই-মেইল ঠিকানা, পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোড পূরণ করতে হবে।

পরে যে Page আসবে তাতে Purchase ticket বাটনে ক্লিক করতে হবে। এখানে যাত্রীকে পূরণ করতে হবে তিনি কোন তারিখের টিকিট কাটতে চান, কোন স্টেশন থেকে কোন স্টেশন পর্যন্ত, ট্রেনের নাম, শ্রেণি, টিকেট সংখ্যা।

পরে দেখানো হবে Registration Seat Available কি না এবং টিকিটের দাম। সেখানে সবকিছু ঠিক থাকলে Purchase ticket বাটনে ক্লিক করতে হবে।

ক্রেডিট কার্ড, ক্যাশ কার্ড কিংবা ব্রাক ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে টিকিটের দাম পরিশোধ করতে পারবেন যাত্রীরা। পরে যাত্রীর ই-মেইলে ই-টিকেটটি পাঠিয়ে দেবে বাংলাদেশ রেলওয়েল।

এরপর সেই টিকিট প্রিন্ট দিয়ে ফটো আইডিসহ ট্রেনে ভ্রমণ করতে পারবেন। কিংবা ই-টিকেট প্রদত্ত Ticket Print Information দিয়ে সংশ্লিষ্ট স্টেশন থেকে যাত্রার পূর্বে ছাপানো টিকেটও সংগ্রহ করতে পারবেন।

বরিশালের সেরা ১০টি হোটেল-top 10 hotels in barisal
কিশোরগঞ্জ ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা ২০২৩-Kishoreganj train schedule
লালাখাল-Lalakhal tour
ঢাকা টু খুলনা ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা-Dhaka to Khulna train schedule and fare list
বাঁশখালী ইকোপার্ক-Banshkhali Ecopark
থানচির দর্শনীয় স্থান - Sightseeing in Thanchi
যমুনা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৩-Schedule of Jamuna Express ২০২৪
ঢাকা টু বরিশাল গ্রীন লাইন লঞ্চের সময়সূচি-Dhaka to Barisal Green Line launch schedule
পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী-Paharika Express train schedule
সংগ্রামপুঞ্জি ঝর্ণা-Sangrampunji Jharna