কম খরচে কক্সবাজার ট্যুর প্ল্যান | যাওয়ার উপায়,হোটেল খরচ ও ভ্রমণ-Low Cost Cox's Bazar Tour Plan | Ways to go, hotel expenses and travel
বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজার বছরের পুরোটা সময় জুড়েই পর্যটকদের আকর্ষণ করে। জনপ্রিয় ভ্রমণ স্থান হবার কারণে কক্সবাজার ভ্রমণ খরচ নেহায়তই কম নয়। তবে কিছু বিষয় মেনে কক্সবাজার ঘুরতে গেলে এই খরচ অনেকখানি কমিয়ে আনা সম্ভব। যে কোন স্থানের ভ্রমণের খরচ মূলত নির্ভর করে আপনার উপরেই। কক্সবাজার ভ্রমণের খরচ কমানোর জন্যে বেশ কিছু বিষয় জানাবো, আপনি আপনার সুযোগ সুবিধা বিবেচনা করে টিপস গুলো কাজে লাগালে ও অবাঞ্ছিত খরচের দিকে খেয়াল রাখলে কক্সবাজার ভ্রমণের খরচ অনেকাংশে কমিয়ে নিতে পারবেন।
কম খরচে কক্সবাজার ভ্রমন
বর্তমানে সেখানে ৫ তারকা বিভিন্ন হোটেলসহ উড়ন্ত রেস্টুরেন্ট চালু হয়েছে। চাহিদা বাড়ার কারণে কক্সবাজারে খরচও দিন দিন বাড়ছে। তাই অনেক নিন্মআয় ও মধ্যবিত্তরা খরচের ভয়ে কক্সবাজার ভ্রমণে যেতে পারেন না। তবে চাইলেই কয়েকটি উপায়ে খরচ কমিয়ে অল্পের মধ্যেই ঘুরে আসতে পারেন কক্সবাজার সমুদ্র সৈকতে-
রাতের গাড়িতে আসা-যাওয়া
দেশের অনেকগুলো প্রধান শহর থেকে রাতে কক্সবাজারের জন্য বাস ছাড়ে। নন এসি এ ধরনের রাতের বাসে ভ্রমণ করলে আপনার খরচ বেশ কমে যাবে। ঢাকা থেকে কক্সবাজারের বাস ভাড়া ৮০০ টাকা। রাতে দিনের চেয়ে তাপমাত্রা কম থাকে, তাই একটু আরাম করেই যেতে পারবেন। যাওয়া আসা দুই রাত বাসে থাকলে আপনার দু’দিনের থাকার খরচ কমে যাবে।
গলির মধ্যে হোটেল নিন
কক্সবাজারে বিচের যত কাছে থাকবেন ততই ভাড়া বাড়তে থাকবে। সুতারাং বিচের দিকে না বরং কলাতলী রোডে একটু গলির মধ্যে খোঁজাখুজি করলে আপনার থাকার খরচ অনেক কমে যাবে। ভালোভাবে খুঁজলে ৫০০ টাকার মধ্যে হোটেল পেয়ে যেতে পারেন।
নিজে নিজে হোটেল খুঁজে বের করুন
বাস থেকে নামলেই আপনাকে সিএনজি বা রিক্সাওয়ালারা হোটেল খুঁজে দিতে চাইবে। ভুলেও তাদের সাথে গিয়ে তাদের পরামর্শে হোটেল নেবেন না। এরা সাধারণত বড় অংকের কমিশনের বিনিময়ে হোটেল ঠিক করে দেয়। তাই এদের কথাবার্তা পাত্তা না দিয়ে নিজে নিজে প্রয়োজনে পায়ে হেঁটে হোটেল খুঁজে বের করবেন।
ট্রলি নয় ব্যাকপ্যাক
বাজেট ট্রিপে ট্রলি নিয়ে গেলে আপনার চলাফেরা সীমাবদ্ধ হয়ে পড়ে। ফলে শুধু লাগেজের জন্যই অনেকগুলো অহেতুক খরচ বেড়ে যায়। তাই এ ধরনের ট্রিপে একটিমাত্র ব্যাকপ্যাক (পিঠে ঝুলানো যায় এরকম ব্যাগ) ব্যবহার করুন। প্রয়োজনে আরেকটি ডে ব্যাগ রাখতে পারেন যাতে অল্প কিছু প্রয়োজনীয় জিনিসপত্র রেখে বাকিগুলো রুমে রেখে আসতে পারেন।
তিন দিনের ছুটি, সপ্তাহান্ত এড়িয়ে চলুন
আমাদের দেশে তিন দিনের কোনো বন্ধ থাকলেই কক্সবাজার লোকারণ্য হয়ে যায়, ফলে সে সময়টায় সব কিছুর দাম বেড়ে যায়। এছাড়া অন্য দিনগুলোর চেয়ে সপ্তাহান্তেই বেশি ভিড় থাকে। খরচ কমাতে হলে এ দিনগুলো এড়িয়ে যেতে হবে আপনাকে। এছাড়া ঈদের সময়, ডিসেম্বরের শেষ দিকে কক্সবাজারে খুব ভিড় হয়। যথা সম্ভব এ সময়গুলো এড়িয়ে চলতে হবে।
ইজি বাইক/অটো ব্যবহার
ইনানি বা হিমছড়ি যেতে চাইলে কলাতলী মোড়ে এসে উঠে যেতে পারেন লোকাল ইজি বাইক/অটোতে। হিমছড়ি পর্যন্ত মাত্র ২০ টাকা ভাড়ায় চলে যেতে পারবেন। ৫০ টাকা খরচ করে যাওয়া যায় ইনানি বিচ পর্যন্তুও। আর যদি সংখ্যায় বেশি হোন চাইলে হিমছড়ির জন্য ২০০ টাকাতেও অটো রিজার্ভ করে নিতে পারবেন।
একইভাবে যদি মহেশখালি যেতে চান তবে লঞ্চঘাট থেকে শেয়ারে স্পীড বোট উঠে পার হবেন। তারপর আদিনাথ মন্দির ঘুরে দেখে আবার চলে আসবেন কক্সবাজার। মেরিন ড্রাইভে যদি ট্রিপ দিতে চান তবে কলাতলি মোড়ে এসে সম্ভব হলে জীপে উঠে বসবেন। আগে আগে গেলে সামনের সিটে বসে উপভোগ করতে পারবেন পুরো মেরিন ড্রাইভ, খরচও নামমাত্র।
সঠিক সময়ে চেক আউট
মনে রাখবেন আপনার হোটেলের চেক ইন সাধারণত দুপুর একটা আর চেক আউট সকাল ১১টার দিকে হয়। আগেই হোটেলে জানিয়ে রাখবে আপনার গাড়ি রাতে ছাড়বে, সন্ধ্যা পর্যন্ত আপনি কী হোটেলের রুমে থাকতে পারবেন কিনা। সাধারণত ভিড় না থাকলে হোটেল মালিকরা কোনো ঝামেলা করে না।
তবে ভিড় থাকলে আপনাকে ১১টার পর আর সময় দেবেনা। এসব ক্ষেত্রে যেটা করতে পারেন রুম ছেড়ে দিয়ে লাগেজ রেখে যেতে পারেন হোটেল কাউন্টারে। সেক্ষেত্রে সারাদিন ঘুরে ফিরে সন্ধ্যায় হোটেলে এসে ব্যাগ নিয়ে চলে যাবেন বাস ধরার উদ্দেশ্যে।
একটি জিনিস মনে রাখবেন আপনার টাকা কম বলে লজ্জা পাবার কিছু নেই। বরং অল্প টাকা নিয়ে আপনি দেশ দেখতে বের হয়েছেন এটা গর্বের বিষয়। একসময় হয়তো আপনার টাকা হবে, তখন ঘোরাঘুরি করা সময় নাও থাকতে পারে।
আরো পড়ুন: কক্সবাজার ভ্রমণের সঠিক সময়
ঢাকা থেকে বাসে যেভাবে যাবেন কক্সবাজার
ঢাকা থেকে কক্সবাজার বিভিন্ন উপায়ে আসা যায়। ঢাকা থেকে গ্রিন লাইন, সৌদিয়া, এস আলম, মার্সিডিজ বেঞ্জ, সোহাগ পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন, এস.আলম পরিবহন, মডার্ন লাইন ইত্যাদি বাস প্রতিদিন কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে ষায়। শ্রেনিভেদে বাসগুলোর প্রত্যেক সীটের ভাড়া ৯০০ টাকা থেকে ২০০০ টাকার পর্যন্ত। ঢাকা থেকে কক্সবাজার বাস ভাড়া সাধারণত ৮০০ টাকা কিন্তু একটু কষ্ট করে চট্টগ্রাম পর্যন্ত ১২০ টাকায় মেইল ট্রেনে গিয়ে সেখান থেকে ২২০-২৫০ টাকার মধ্যে কক্সবাজারের বাস পেয়ে যাবেন। চট্টগ্রাম পর্যন্ত সিডিএম নামে একটু সাধারণ মানের একটি বাসও যায়, সায়েদাবাদ থেকে ছাড়ে। ভাড়া পড়বে ২৫০-৩০০ টাকা। এভাবে ভেঙ্গে ভেঙ্গে কক্সবাজার যেতে আপনার খরচ পড়বে ৪০০-৫০০ টাকা সেইসাথে সকালের পরিবর্তে দুপুর ১২-১টা নাগাদ পৌঁছবেন কক্সবাজারে।
ট্রেনে কক্সবাজার যাবেন যেভাবে
ঢাকা থেকে ট্রেনে কক্সবাজার ভ্রমণ করতে চাইলে কমলাপুর কিংবা বিমানবন্দর রেলস্টেশন থেকে সোনার বাংলা, সুবর্ন এক্সপ্রেস, তৃর্ণানিশীথা, মহানগর প্রভাতী/গোধুলী ট্রেনে চট্টগ্রাম চলে আসতে পারেন। এরপর চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকা অথবা ধামপাড়া বাস্ট স্ট্যান্ড থেকে হানিফ, এস আলম অথবা ইউনিক পরিবহনের বাসে কক্সবাজার আসতে পারবেন।
বিমানে করে যেভাবে কক্সবাজার যাবেন
এছাড়া আকাশ পথেও কক্সবাজার আসা যায়। বাংলাদেশ বিমান, নভোএয়ার, ইউএস বাংলা এবং রিজেন্ট এয়ারওয়েজ ঢাকা থেকে সরাসরি কক্সবাজার ফ্লাইট পরিচালনা করে থাকে। আবার আকাশপথে প্রথমে চট্টগ্রাম এসেও সেখান থেকে সড়ক পথে কক্সবাজার যেতে পারবেন। বিভিন্ন এয়ারলাইন্সের ভাড়া বিভিন্ন রকম। সাইটে দেখে নিতে পারেন।
কোথায় থাকবেন
সাধারণত কক্সবাজারে হোটেলগুলোর ভাড়া সিজনের উপর নির্ভর করে। বীচ থেকে যে হোটেলের দূরত্ব যত বেশি সে হোটেলের ভাড়াও বেশ কম। মেইন রোডের পেছনের দিকের কটেজ বা ছোট ছোট আবাসিক হোটেল গুলোতে ভাড়া বেশ কম হলেও আরামে থাকতে পারবেন।
আরো পড়ুন: কক্সবাজারের সেরা ১০টি হোটেল
কোথায় কি খাবেন
ভ্রমণের খরচ কমাতে অবশ্যই খাওয়া দাওয়ার পিছনে একটু লাগাম টানতে হবে। আপনার আশেপাশে মোটামুটি মানের রেস্তোরা খুঁজে নিয়ে খেতে হবে। দামী খাবার আইটেম গুলো বাদ রাখতে হবে। কয়েকজন থাকলে খাবার ভাগ করে খান।
কক্সবাজার ভ্রমণ খরচ
কক্সবাজার ভ্রমণে কেমন খরচ হতে পারে তার একটা তুলনামূলক চিত্র দেখতে পাবেন এইখানে। খরচ এমনই হবে তা হয়তো না, তবে আপনার খরচ কেমন হতে পারে তার একটা ধারণা হবে। আমরা খরচের যে চিত্র দিচ্ছি তা মূলত ২ জনের জন্যে কক্সবাজার ২ রাত থাকা খাওয়া ও ঢাকা থেকে যাওয়া আসা সহ। মনে রাখবেন আপনারা যত বেশি মানুষ হবেন, খরচ তত কম হবে যদি সব কিছু শেয়ার করে করেন।