বাংলাদেশের হাওরের তালিকা - List of Haors of Bangladesh
haor in bangladesh

বাংলাদেশের হাওরের তালিকা - List of Haors of Bangladesh

হাওর হচ্ছে জলপূর্ণ বিস্তৃত প্রান্তর। এটি অগভীর। বর্ষাকালে সাগরের মতো মনে হয় এবং শীতের মৌসুমে শুধু ফসলের মাঠ। ধারণা করা হয়, ‘সাগর’ শব্দ থেকে ‘হাওর’ শব্দের উৎপত্তি।

বড় বড় হাওরে সূর্য ওঠে এবং অস্ত যায়। জলমগ্ন হাওরের জনপদগুলো দেখতে ছোট দ্বীপের মতো লাগে। ভরা বর্ষায় গ্রামগুলো থাকে ডুবুডুবু। এ সময় লোকজন এক গ্রাম থেকে অন্য গ্রামে নৌকায় যাতায়াত করে।

বছরের প্রায় সাত মাস হাওরগুলো পানির নিচে থাকে। শুষ্ক মৌসুমে পানি শুকিয়ে যায়। রেখে যায় সরু খাল। তখন হাওরের প্রান্তরজুড়ে গজায় ঘাস, যা গবাদি পশুর বিচরণক্ষেত্রে পরিণত হয়। হাওরে আসা পানি প্রচুর পলিমাটি ফেলে যায়। এই মাটি ফসল উৎপাদনের জন্য অত্যন্ত উপকারী।

বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি জেলা নিয়ে হাওরাঞ্চলের অবস্থান। জেলাগুলো হলো—কিশোরগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়া। মোট হাওরের সংখ্যা ৪২৩। এর মধ্যে সুনামগঞ্জে ১৩৩, সিলেটে ৪৩, হবিগঞ্জে ৩৮, মৌলভীবাজারে ৪, কিশোরগঞ্জে ১২২, নেত্রকোনায় ৮০ এবং ব্রাহ্মণবাড়িয়ায় ৩টি হাওর রয়েছে। 

ভৌগোলিক অবস্থান অনুযায়ী হাওরাঞ্চলকে তিন ভাগে ভাগ করা হয়—

১. পাহাড়ের নিকটবর্তী অঞ্চল, যেমন—সিলেট ও মৌলভীবাজার জেলার হাওরগুলো।

২. প্লাবনভূমির হাওর, যেমন—নেত্রকোনা, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার হাওরগুলো।

৩. গভীর পানিতে নিমজ্জিত হাওর, যেমন—সুনামগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনা জেলার কয়েকটি হাওর, কিশোরগঞ্জ জেলার ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম ও নিকলী উপজেলার হাওর। সুনামগঞ্জ জেলাকে হাওরের ‘মা’ বলা হয়। হাওরাঞ্চলের জনসংখ্যা প্রায় দুই কোটি, যার মধ্যে ৭০ শতাংশ কৃষিজীবী।

বাংলাদেশে সবচেয়ে বেশি হাওর রয়েছে সিলেট বিভাগে। এর মধ্যে হাকালুকি হাওর ও টাঙ্গুয়ার হাওর অন্যতম। হাকালুকি বাংলাদেশের সর্ববৃহৎ হাওর। এর আয়তন ১৮ হাজার ১১৫ হেক্টর। এটি সিলেট ও মৌলভীবাজার জেলায় অবস্থিত।

টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলায় অবস্থিত। প্রায় ১০০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই হাওর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি।

বাংলাদেশের হাওরসমূহ

১.নিকলী হাওর

২.ইটনা হাওর

৩.ছাইয়ার হাওর

৪.টাঙ্গুয়ার হাওর

৫.ডাকের হাওর

৬.তল্লার হাওর

৭.নলুয়ার হাওর

৮.পচাশোল হাওর

৯.বাড়ির হাওর

১০.মইয়ার হাওর

১১.মাকার হাওর

১২.মাহমুদপুর হাওর

১৩.রায়ের গাঁও হাওর

১৪.শনির হাওর

১৫.সুরমা বাউলার হাওর

১৬.সোমাই হাওর

১৭.হাইল হাওর

১৮.হাকালুকি হাওর

১৯.হুমাইপুর হাওর

২০.ডিবির হাওর

২১. ধরন্তি হাওর

২২.ডিঙ্গাপোতা হাওর

২৩.অষ্টগ্রাম হাওর

২৪.মিঠামইন হাওর

চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী ট্রেনের সময়সূচী-Chapai to Rajshahi train Schedule
পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী-Paharika Express train schedule
বঙ্গবন্ধু উদ্যান:বেলস পার্ক-Bells Park
বঙ্গবন্ধু সামরিক জাদুঘর-Bangabandhu Military Museum
বোটানিক্যাল গার্ডেন ও ইকো-পার্ক, সীতাকুণ্ড-Botanical Garden & Eco-Park, Sitakunda
ঢাকা টু পটুয়াখালী বাস সার্ভিস-Dhaka to Patuakhali bus service
বরিশালের সেরা ১০টি হোটেল-top 10 hotels in barisal
বিছনাকান্দি-Bisnakandi
জল ও জঙ্গলের কাব্য-Jol o Jongoler Kabbo
বলধা গার্ডেন-Bulldha Garden