ইটনা হাওর ভ্রমণ গাইড - itna haor Travel Guide
itna haor kishoreganj

ইটনা হাওর কিশোরগঞ্জ ভ্রমণ গাইড - itna haor kishoreganj Travel Guide

কিশোরগঞ্জ জেলার হাওরগুলোর মধ্যে ইটনার হাওরগুলো খুব বেশি জনপ্রিয়। এর অন্যতম প্রধাণ কারন হচ্ছে সারা বছরই ইটনার হাওড় গুলোতে কম বেশি পানি থাকে। কিন্তু বর্ষাকালে হাওরগুলো তার আসল রূপ ফিরে পায়। আর এই সময়টাতে আপনি হাওরগুলোর যেদিকেই তাকান না কেনো দেখতে পারেন শুধু পানি আর পানি। পানির মাঝে একগুচ্ছ ছোট ছোট বসতি, এই রূপ দেখতে দেখতে নিজের অজান্তেই আপনি হারিয়ে যাবেন অন্য কোন এক জগতে। এই এলাকায় যেহেতু সারা বছর পানি থাকে তাই আপনি অনেক নৌকা একসাথে দেখতে পাবেন। ইটনায় অবস্থিত দুইটি উল্লেখযোগ্য হাওর হচ্ছে শনির হাওর ও ধনপুরের হাওর।

দুইপাশে পানি আর মাঝ দিয়ে বয়ে গেছে কাঁচাপাকা রাস্তা। এমন দৃশ্যর ছবি বা ভিডিও অনেকেই হয়তো দেখেছেন। ইটনাতেও আছে এমন বেশ কিছু রাস্তা। তবে রাস্তা গুলো নিচু হওয়া বর্ষায় যখন হাওর পানিতে পূর্ণ থাকে তখন রাস্তা গুলো পানির নীচে তলিয়ে যায়। সেইরকম রাস্তার সৌন্দর্য উপভোগ করতে চাইলে তাই আপনাকে বর্ষার শুরুর দিকে যেতে হবে যখন কম পানি থাকে অথবা পানি নেমে যাওয়ার সময় যেতে হবে।

ইটনা হাওরে কিভাবে যাবেন:

সরাসরি যদি ইটনা হাওরে যেতে চান তবে প্রথমে কিশোরগঞ্জ জেলা সদরে আসতে হবে। ঢাকা থেকে ট্রেনে কিংবা বাসে চড়ে কিশোরগঞ্জ আসতে পারবেন।

ঢাকা হতে ট্রেনে কিশোরগঞ্জ :

কমলাপুর কিংবা বিমানবন্দর রেলওয়ে স্টেশান থেকে সকাল ৭ টা ১৫ মিনিটে এগারোসিন্ধুর ট্রেনে উঠলে দুপুর ১১ টার মধ্যে কিশোরগঞ্জ পৌঁছাতে পারবেন। ট্রেনের টিকেট কাটতে শ্রেনী ভেদে ১২৫ টাকা থেকে ২০০ টাকা লাগবে। এরপর ইজিবাইক (অটো) দিয়ে মাত্র ৫ টাকা ভাড়ায় কিংবা ৫ মিনিট পায়ে হেঁটে আসতে হবে শহরের একরামপুর মোড়ে।

ঢাকা থেকে বাসে কিশোরগঞ্জ :

মহাখালী বাস স্ট্যান্ড থেকে কিশোরগঞ্জ গামী “অনন্যা পরিবহন” বা গোলাপবাগ বাস স্ট্যান্ড থেকে কিশোরগঞ্জগামী অনন্যা সুপার কিংবা যাতায়াত বাসে কিশোরগঞ্জের শহরস্থ গাইটাল বাসস্ট্যান্ড চলে আসুন। জনপ্রতি বাস ভাড়া ২০০-২২০ টাকা। মহাখালী থেকে সময় লাগবে ৩ ঘন্টার মত এবং গোলাপবাগ থেকে ৪ ঘন্টার মত। আর গোলাপবাগ থেকে হাওর বিলাস কিংবা উজান ভাটি বাসে আসেন তবে সরাসরি চামটা বন্দর/ চামটা ঘাটে নামতে পারবেন। এক্ষেত্রে কিশোরগঞ্জ শহর থেকে অন্য পরিবহণে আপনাকে চামটা বন্দর আসতে হবে না। তবে কিশোরগঞ্জের কোন বাস সার্ভিসই তেমন ভালনা। তার মধ্যে তুলনামূলক ভাল সার্ভিস ভাল মহাখালীর অনন্যা পরিবহন এবং গোলাপবাগ থেকে যাতায়াত বাস সার্ভিস।

যদি অনন্যা সুপার কিংবা যাতায়াত বাসে কিশোরগঞ্জের গাইটাল বাসস্ট্যান্ড এসে নামেন তবে সেখান থেকে ইজিবাইক দিয়ে শহরের একরামপুর মোড়ে চলে আসুন। ইজিবাইকে ১৫ টাকা এবং রিক্সায় ৩০ টাকা ভাড়া লাগবে।

কিশোরগঞ্জ থেকে ইটনা :

একরামপুর মোড় হতে সিএনজি কিংবা মহেন্দ্রতে চড়ে ৪০ থেকে ৫০ টাকা ভাড়ায় চামটা ঘাট আসতে হবে। একরামপুর থেকে চামটা ঘাটের দূরত্ব বিশ কিলোমিটার। চামটাঘাট থেকে ইটনা যাবার জন্য ট্রলারে পাওয়া যায়। চামটা ঘাট হতে প্রতিদিন সকাল ৮ টা থেকে শুরু করে বিকাল ৫ টা পর্যন্ত নিয়মিত বিরতিতে ইটনার উদ্দেশ্যে ট্রলার ছেড়ে যায়। একইভাবে ইটনা থেকেও প্রতিদিন সকাল ৮ টা থেকে শুরু করে বিকাল ৫ টা পর্যন্ত ট্রলার চলাচল করে। ট্রলারে করে ইটনা যেতে ৬০ টাকা ভাড়া লাগে, আর সময় লাগে প্রায় দুই ঘন্টা। বলে রাখা ভাল কিশোরগঞ্জের স্থানীয় মানুষ চামটা ঘাট-কে আঞ্চলিক ভাবে ‘চামড়া ঘাট’ নামে ডাকে।

চামটাঘাট থেকে সারাদিনের জন্য ইঞ্জিন নৌকা বা ট্রলার রিজার্ভ নিলে সবগুলো জায়গা একদিনে ভ্রমণ করতে করে সেই দিনই কিশোরগঞ্জ শহরে ফিরে আসতে পারবেন। এক্ষেত্রে ট্রলারের সাইজ অনুযায়ী ৩০০০ থেকে ৫০০০ টাকা ভাড়া লাগবে।

ইটনা কোথায় থাকবেন:

পর্যটকদের জন্য ইটনায় বলার মত তেমন ভাল আবাসন ব্যবস্থা গড়ে উঠেনি। কিছু সাধারণ মানের রেস্ট হাউজ রয়েছে। ইটনা জেটি থেকে ডান দিকে ঠাকুর গেস্ট হাউসে ১৫০ থেকে ৩০০ টাকায় থাকার জন্য রুম পেয়ে যাবেন। তবে উপজেলা পরিষদের ডাক বাংলোতেও চাইলে থাকতে পারবেন। এছাড়া ভাল মানের হোটেলে রাত্রি যাপনের জন্য আপনাকে কিশোরগঞ্জ জেলায় ফিরে আসতে হবে। কিশোরগঞ্জ শহরে বিভিন্ন মানের বেশকিছু আবাসিক হোটেল রয়েছে। এদের মধ্যে গাংচিল, ক্যাসেল সালাম, রিভারভিউ, উজান ভাটি উল্লেখযোগ্য।

খাবার ব্যবস্থা:

ইটনা বাজারে ভালো ভালো কিছু খাবার হোটেল পাবেন। আর এই জায়গায় হাওরের মাছ খুব জনপ্রিয়। আপনি যদি মিষ্টি খেতে ভালোবাসেন তাহলে কিশোরগঞ্জ শহরের মদনগোপাল অথবা রাজমনী সুইটসের মালাইকারীত এবং একরামপুর ব্রিজের কাছে লক্ষীভান্ডারের রসমালাই খেয়ে দেখতে পারেন।

লোভাছড়া-lovachara
লাকুটিয়া জমিদার বাড়ি-Lakutia zamindar's house
পারকি সমুদ্র সৈকত-Parky Beach
ফয়েজ লেক-Fayez Lake
বাঁশখালী ইকোপার্ক-Banshkhali Ecopark
বরিশালের দর্শনীয় স্থানসমূহ-Places of interest in Barisal
বাংলাদেশের হাওরের তালিকা - List of Haors of Bangladesh
হাইল হাওর ভ্রমণ গাইড - Hail Haor Travel Guide