লামা দর্শনীয় স্থান - Lama sights
য়ন জুড়ানো সবুজ স্নিগ্ধ বনানী ঘেরা নৈসর্গিক সৌন্দর্য ও বিপুল প্রাকৃতিক সম্পদে ভরপুর অরন্যরানী লামা। উঁচু-নীচু পাহাড়, পর্বত নদ-নদী, উর্বর উপত্যকা আর দুর্গম চিরহরিৎ বনভূমি এ লামা উপজেলাকে দান করেছে এক অনন্য নিসর্গ আর বৈচিত্র্যময় ভূগোল। যে কেউ চাইলে দুইদিনের জন্য ঘুরে যেতে পারেন এই স্বর্গরাজ্য থেকে।
লামা উপজেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:-
কোয়ান্টাম শিশু কানন, সরই
নুনার বিলপাড়া পালিটুল বৌদ্ধ বিহার
ফাঁসিয়াখালী রাবার বাগান
ভিউ পয়েন্ট অফ লামা উপজেলা
মাতামুহুরী নদী ও সেতু
মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স
শীলের তুয়া স্থিত চংবট ম্রো পাড়া ও পাহাড়
সাবেক বিলছড়ি বৌদ্ধ বিহার
নুনার ঝিরি ঝর্ণা
আইর মারা ঝর্না
মাছ কুম
হরিন ঝিরি ঝর্ণা
সুখিয়া ভ্যালি
বীর বাহাদুর কানন
চেয়ারম্যান লেক
সুখ দুঃখের পাহাড়
অরণ্য রিসোর্ট
আপনার ভ্রমণ তৃষ্ণা মেটাতে এই জেলায় রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান। আকর্ষনীয় লামার দর্শনীয় স্থান সমূহের মধ্যে রয়েছে-
মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স
চকরিয়া-লামা সড়কের মাঝপথে মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স অবস্থিত। চকরিয়া বাস স্ট্যান্ড থেকে সরাসরি মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স যাওতায়াত করা যায়। চান্দের গাড়ি (জিপ), বাস, মোটরযান এবং প্রাইভেট কার নিয়ে আপনি সহজেই মিরিঞ্জা ভ্রমণ করতে পারবেন। মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স মেঘ ঘেঁষা পাহাড়ের অপরূপ সৌন্দর্য্য আপনাকে বিমোহিত করবে।
চকরিয়া থেকে মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স যেতে ৪০ টাকা বাস/জিপ ভাড়া।
সাবেক বিলছড়ি বৌদ্ধ বিহার
লামা উপজেলার বিলছড়ি ইউনিয়নে অবস্থিত একটি বৌদ্ধ বিহার। যেখানে বৌদ্ধ ধর্মাবম্বলীরা তাদের উপসনা করে। অতি সুন্দর একটি স্থান প্রাকৃতিক পরিবেশের সাথে বিহারের শব্দে নতুন এক ভাবাবেগের সৃষ্টি করবে আপনার মনে।
বিলছড়ি বৌদ্ধ বিহার যেতে বাইক/মোটর সাইকেল ভাড়া নিতে হয়।
নুনার বিলছড়ি বৌদ্ধ বিহার
লামা উপজেলার নুনার বিলছড়ি বৌদ্ধ বিহার অবস্থিত নুনার বিলছড়িতে। যেখানে বৌদ্ধ ধর্মাম্বলীরা তাদের উপসনা করে। অতি সুন্দর একটি স্থান প্রাকৃতিক পরিবেশের সাথে বিহারের শব্দে নতুন এক ভাবাবেগের সৃষ্টি করবে আপনার মনে।
নুনার বিলছড়ি বৌদ্ধ বিহার যেতে বাইক/মোটর সাইকেল ভাড়া নিতে হয়।
মাতামুহুরী নদী ও সেতু
লামা জুড়েই লামা নদীর ঘুরপেচ। চট্টগ্রাম-কক্সবাজার সড়কের মধ্যে দিয়ে বয়ে গেছে। চকরিয়ায় মাতামুহুরী ব্রীজ অবস্থিত। চট্টগ্রাম থেকে কক্সবাজার যেতে কিংবা কক্সবাজার থেকে চট্টগ্রামে যেতে চকরিয়ায় এই মাতামুহুরী ব্রীজের উপর দিয়ে যেতে হয়।
চকরিয়া নিউমাকের্ট থেকে ৫ মিনিট হাটলেই মাতামুহুরী ব্রীজ দেখতে পাবেন।
কোয়ান্টাম শিশু কানন, সরই
লামা উপজেলায় সরই ইউনিয়নে অবস্থিত কোয়ান্টাম শিশু কানন। কোয়ান্টাম শিশু কানননে আপনি সূর্যাস্ত দেখতে পাবেন যা কক্সবাজারের সূর্যাস্ত থেকে সুন্দর।
জিপ (চাঁন্দের গাড়ি) / মোটর সাইকেল নিয়ে কোয়ান্টাম শিশু কানন যেতে হয়।
ফাঁসিয়াখালী রাবার বাগান-
চকরিয়া-লামা সড়কে ফাঁসিয়াখালী রাবার বাগান সড়ক করতে হয়। লামা উপজেলা প্রায় ১৫শ বেশির রাবার বাগান রয়েছে। চকরিয়া-লামা সড়কে মিরিঞ্জার আগে প্রায় ৫কি.মি দূরত্বে অসংখ্য রাবার বাগান রয়েছে।
কীভাবে যাবেন:
ঢাকা অথবা চট্টগ্রাম থেকে বাসে চকরিয়া, তারপর চকরিয়া থেকে বাসে স্বর্গরাজ্য লামায়।
ঢাকা থেকে চকরিয়া=৭৫০ টাকা
চকরিয়া থেকে লামা=৪০ টাকা (বাসে)
লামা থেকে মানিকপুর যাওয়া আসা ১২০০ / ১০০০টাকা
কোয়ান্টাম যাওয়া আসা ১৩০০/১৫০০ চাঁদের গাড়ি।
লামা থেকে মিরিঞ্জা পাড়া ভোরের বাসে ১০ টাকা করে