-631e004303255.webp)
চন্দ্রমল্লিকা ফুল-এর ভেষজ উপকারিতা
এ গাছ ৫০ থেকে ১৫০ সেন্টিমিটার পর্যন্ত উঁচু হয়ে থাকে। বৃহদাকৃতির ফুলগুলো সচরাচর সাদা, হলুদ অথবা পটল বর্ণের হয়। ফুলটির অপর একটি নাম হল 'সেবতি' ।
ইংরেজি নাম: Chrysanthemum
বৈজ্ঞানিক নাম: Chrysanthemum indicum
চন্দ্রমল্লিকা ফুল-এর ভেষজ উপকারিতা
১.চন্দ্রমল্লিকার রস ঠান্ডা, জ্বর, সর্দি ইত্যাদি রোগে ভালো কাজ করে থাকে।
২.চোখের লাল ভাব চোখ ফোলা সারাতে চন্দ্রমল্লিকার রসে ভালো উপকার পাওয়া যায়। তুলার সাথে চন্দ্রমল্লিকার রস ভিজিয়ে চোখের পাশে মাখালে চোখের লালচে ভাব দূর হয়ে যায়।
৩.চন্দ্রমল্লিকাতে রয়েছে এন্টিবায়োটিক যা ক্ষত সারাতে সাহায্য করে থাকে।
৪.আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে চন্দ্র মল্লিকা ভালো কাজ করে থাকে।
৫.চন্দ্রমল্লিকাতে রয়েছে এন্টিঅক্সিডেন্ট তাই এটি মুখের ঘা, মাড়ি ফুলে যাওয়া এবং মুখে ফোসকা পড়া প্রতিরোধে কাজে লেগে থাকে।
৬.চন্দ্রমল্লিকা আমাদের দেহের ডায়াবেটিস সারাতে কাজে লাগে।
৭.চন্দ্রমল্লিকার রস হৃদরোগ প্রতিরোধ করতে সাহায্য করে থাকে।
৮.চন্দ্রমল্লিকার রস মাথার চুল কালো করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে।
৯.এটা আমাদের দেহের ত্বককে সবল রাখতে সহায়তা করে থাকে।
১০.ঠাণ্ডাজনিত রোগের চিকিত্সায় জনপ্রিয় ঔষধি হিসেবে ব্যবহার করা হয় চন্দ্রমল্লিকা। এটিও আপনাকে চা হিসেবেই পান করতে হবে।
সাম্প্রতিক মন্তব্য
#আলহামদুলিল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ লেখা!♥️
আলহামদুলিল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ লেখা!♥️