খয়ের এর ভেষজ গুনাগুণ - Herbal properties of Black Cutch
Senegalia catechu

খয়ের এর ভেষজ গুনাগুণ

খয়ের একটি কণ্টকময় পর্ণমোচী উদ্ভিদ, যার উচ্চতা প্রায় ১৫ থেকে ১৮ মিটার উঁচু হতে পারে। গাছের ত্বক অমসৃণ ও ধূসর বর্ণের। কাঠ খুবই শক্ত। বহিদের্শ পীতাভ সাদা বর্ণের এবং ভিতরের কাঠ গাঢ় কমলা বর্ণের, দেখতে অনেকটা রক্তবর্ণের মনে হয়। কাঠে উই পোকা ধরে না। পাতা বাবলা পাতার মতো দেখতে কিন্তু আরো ছোট এবং বোঁটার গোড়ায় কাটা আছে। ফুল ফিকে পীতবর্ণের খয়েরী। শুঠি চওড়া, পাতলা ও ধুসর বর্ণের।এতে ৫-৬টি প্রায় গোলাকার বীজ থাকে। বর্ষাকালে ফুল ও শীতকালে ফল হয়।

ইংরেজি নাম: Catechu, Cachou বা Black Cutch

বৈজ্ঞানিক নাম: Acacia catechu

ভেষজ গুনাগুণ

১.গলার ঘা সারাতে বা ডায়োরিয়া রোগের ওষুধ হিসাবে এই গাছের কাঠের নিষ্কাষিত পদার্থ ব্যবহার হয়।

২.এক গ্রাম খয়ের চূর্ণ্ ব্যবহার করলে আমাশয় রোগের উপকার হয়ে থাকে।

৩.খয়ের দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়লে সেখানে দিলে উপকার পাওয়া যায়।

৪.খয়ের জ্বর ও কাশির জন্য উপকারি,খয়ের ছোট এক টুকরা মুখে রেখে চুষলে বিশেষ ফল পাওয়া যায় কাশিতে ।

৫.পুরাতন ক্ষত এবং সিফিলিসের প্রাথমিক ক্ষতে এর চূর্ণ ব্যবহার করে বিশেষ ফল পাওয়া যায়। এছাড়া গনোরিয়ার গভীর নালীক্ষত এবং অত্যধিক রজঃস্রাবে ও শ্বেতস্রাবে এর ব্যবহার অত্যধিক ফলদায়ক।

৬.পরিমাণ মত খয়ের ব্যবহারে শারীরিক সক্ষমতা বৃদ্ধি পায়।

পাথরকুচি পাতার ঔষধি গুণাগুণ
জামরুলের উপকারিতা
টমেটোর উপকারিতা
নুনে শাকের ঔষধি গুন
জয়ন্তী বৃক্ষের ভেষজ গুণাগুণ
শেয়াল কাঁটা-Mexican prickly poppy
ডুমুর গাছের উপকারিতা ও গুনাগুন-Benefits and properties of fig tree
তুলসী গাছের উপকারিতা
আজওয়ান বা আজওয়াইন এর উপকারিতা-Ajwain herb benefits
দোপাটি ফুলের উপকারিতা - Garden Balsam flower benefits